কলকাতা: বাড়ির দরজায় লাথি মেরে, তাকে ভেঙে ঘরে ঢুকে পুলিশ গ্রেফতার করেছিল বিজেপি নেতা সজল ঘোষকে। সেই পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করলেন বিজেপি নেতা সজল ঘোষের স্ত্রী তানিয়া ঘোষ। তাঁর দাবি, মুচিপাড়া থানার পুলিশ স্টেশন বাধ্য করেছে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে। সেদিন কোনও মহিলা পুলিশ ছাড়াই যেভাবে দরজা ভেঙে পুলিশ বাড়ি দরজা ভেঙে ঘরে ঢুকে ছিল তা বৈধ নয়, এই দাবী নিয়ে মামলা দায়ের করলেন তিনি। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।
আরও পড়ুন: ‘দরজা ভাঙার দৃশ্য অবাঞ্ছিত’, বিজেপি নেতার গ্রেফতারি নিয়ে কুণাল
সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে ক্লাব ভাঙচুর ঘিরে বৃহস্পতিবার থেকেই উত্তেজনা ছড়ায় মুচিপাড়ায়। কার্যত তৃণমূল-বিজেপি সংঘাত বাঁধে। এই ইস্যুতেই দরজা ভেঙে পুলিশ আধিকারিকরা বিজেপি নেতা সজল ঘোষের বাড়ির ভিতরে ঢোকে। এরপর তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়৷ ধৃত বিজেপি নেতা সজল ঘোষকে দু’দিনের পুলিশি হেফজতের নির্দেশ দিয়েছিল ব্যাঙ্কশাল আদালত৷ যদিও আবেদন ছিল সাত দিনের। পরে জামিন হয় তাঁর। ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সজল ঘোষের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে ব্যাঙ্কশাল আদালত।
আরও পড়ুন- উড়ালপুল থেকে সোজা নীচে ১০ চাকার লরি!
এই দরজা ভাঙা ব্যাপারটা ভাল ভাবে নেয়নি তৃণমূল এবং বিজেপি দুই দলই। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ নিজের বিরক্তি প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে, এই নিয়ে সরব হন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, হিন্দি সিরিয়ালের পুলিশের মত ভূমিকা নিয়েছে পুলিশ, ননসেন্স ব্যাপার। দিলীপ বলেছিলেন, বিজেপি নেতা সজল ঘোষের গ্রেফতারির ঘটনা হিন্দি সিরিয়ালের মত। পুলিশ সিরিয়ালের পুলিশের মত আচরণ করেছে। কেউ ধর্ষিতা বা খুন হলে পুলিশ এত তৎপর হয় না, কিন্তু এক্ষেত্রে এত বাড়াবাড়ি। দিলীপ আরও বলেন, এমনিতেই বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না এই রাজ্য, মিথ্যে মামলা করা হয়, এবারেও তাই হয়েছে, গোটা ব্যাপার দিল্লিতে জানান হয়েছে বলেও বলেন তিনি। তবে তৃণমূলের তরফে পাল্টা বলা হয়েছিল, কেউ মহিলাদের হাত ধরে টানলে তাকে পুলিশ দুধ-ভাত খাওয়াবে না।