লেকটাউন: সদ্য রাজ্য বিজেপির সম্পাদকের দায়িত্ব পেয়েছেন৷ তৃণমূল ছেড়ে বিজেপি নাম লিখিয়ে দ্রুত গুরুত্ব পেলেও নিজের দুর্গে এবার হামলার শিতাক হতে হল সল্টলেকের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে৷ তাও আবার প্রাক্তন দল, তৃণমূলের কর্মীদের হাতে৷ তৃণমূল কর্মীদের হাতে সব্যসাচীর হেনস্থার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে লেকটাউনে৷
অভিযোগ, আজ সোমবার দুপুরে লেকটাউনে দক্ষিণদাঁড়িতে সব্যসাচী দত্তকে বাধা দেওয়া হয়৷ গাড়ি থেকে নামিয়ে তৃণমূলের প্রাক্তন মেয়র সব্যসাচীর উপর হামলা চালানো হয়৷ বিজেপি কর্মীদেরও রাস্তায় ফেলে মারধর করাও অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে৷ সব্যসাচী বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর সশস্ত্র দেহরক্ষীরাও৷ পরে, সব্যসাচীকে উদ্ধার করে এলাকা ছেড়ে চলে যান নিরাপত্তা কর্মীরা৷
জানা গিয়েছে, আজ দুপুরে আক্রান্ত এক বিজেপি কর্মীকে দেখতে যান সব্যসাচী৷ বিজেপি নেতার গাড়ি লেকটাউনে দক্ষিণদাঁড়িতে পৌঁছতেই ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা৷ সামাজিক দূরত্ব বিধি শিকেয় তুলে দেখানো হয় বিক্ষোভ৷ বিজেপি নেতার গাড়ি ভাংচুরের পাশাপাশি প্রাক্তন মেয়ককে ধাক্কা দেওয়া হয়৷ নিরাপত্তারক্ষীদের মারধর করার অভিযোগ ওঠে৷ সব্যসাচীর সঙ্গে থাকা বিজেপি কর্মীদের মারধর করেন তৃণমূল কর্মীরা৷ আক্রান্ত হওয়ার পর থানায় অভিযোগ দায়ের করেছে সব্যসাচী৷
সব্যসাচী দাবি, কয়েকদিন আগে দক্ষিণ দাঁড়িতে বিজেপির এক কর্মী তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন৷ আজ ওই কর্মীকে দেখতে যাচ্ছিলেন তিনি৷ কিন্তু, সেখানে পৌঁছনোর আগে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা৷ শুরু হয় বচসা৷ গাড়ি থেকে নামিয়ে তাঁকে ধাক্কা ধাক্কি করা হয়৷ দেওয়া হয় স্লোগান৷ একইসঙ্গে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ৷ আক্রান্ত হওয়ার ঘটনায় তৃণমূলের তরফে কোনও মন্তব্য প্রকাশ করা হয়নি৷ তবে, সব্যসাচী অনুগামীদের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলে তৃণমূলের তরফে থানায় পাল্টা অভিযোগ দায়ের হয়েছে৷