‘টেনশন দেবেন না, পেনশন বন্ধ হয়ে যাবে’, পুলিশকে ‘ভাতে মারা’র হুমকি রাজুর

‘টেনশন দেবেন না, পেনশন বন্ধ হয়ে যাবে’, পুলিশকে ‘ভাতে মারা’র হুমকি রাজুর

 

নিজস্ব সংবাদাদাতা, সিউড়ি: টেনশন দেবেন না, পেনশন বন্ধ হয়ে যাবে৷ পুলিশকে হুমকি বিজেপি নেতা রাজু বন্দোপাধ্যায়ের৷ বিজেপি নেতাদের মুখে রাজ্য পুলিশের বিরোধিতা শোনা যায় বারবার৷ এবার সরাসরি হুমকি পুলিশকে! টেনশন দেবেন না, পেনশন বন্ধ হয়ে যাবে, রাজ্য পুলিশ শাঁসালেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়৷ পুলিশকে কার্যত ভাতে মারার হুমকি দিলেন তিনি৷

ক্ষমতায় এলে পুলিশের পেনশন বন্ধ করে দেওয়া হবে, এদিন কার্যত এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে ফের বদলা নেওয়ার হুমকি বিজেপি নেতার৷ একইসঙ্গে নিজের সহকর্মীদের জানিয়ে দিলেন তিনি সভা করতে এলে নাকি পুলিশের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না৷ তিনি দেখে নেবেন পুলিশের কত বুকের দম আছে৷ রাজু বলেন, এখানে বাইক র‍্যালি হওয়ার কথা ছিল৷ কিন্তু পুলিশ নাকি পারমিশন দেয়নি৷ এরপরই কার্যত হুঙ্কার ছেড়ে বিজেপি নেতা বলেল, তাঁর সভা হলে কোনও পারমিশনের প্রয়োজন নেই৷

একইসঙ্গে এদিন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকেও একহাত নেন তিনি৷ বলেন, ক্ষমতায় এলে কাউকে ছাড়া হবে না৷ বদলাও হবে বদলও হবে৷ ক্ষমতায় আসার আগে থেকে পুলিশকে ভাতে মারার হুমকি দিচ্ছে বিজেপি নেতার৷ প্রশ্ন উঠছে ক্ষমতায় এলে কী পরিণতি হবে? এর আগেও বারবার রাজ্য পুলিশকে টার্গেট করেছে বিজেপি৷ আর এখন পেনশন বন্ধ করে দেওয়ার হুমকি৷ নেতাদের এধরণের বার্তা রীতিমত ভাবাচ্ছে বাংলার আম জনতাকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =