ভাগ্যের শিঁকে ছিড়ছে রাহুল সিনহার! যেতে পারেন রাজ্যসভায়

কলকাতা: রাজ্য বিজেপির সংগঠন ঢেলে সাজতে চাইছেন জগৎপ্রকাশ নাড্ডা- অমিত শাহরা। রাজ্য সভাপতি পদে বদলও অনিবার্য। সেই সঙ্গে নতুন করে রাজ্য কমিটি গঠন করা হবে।…

কলকাতা: রাজ্য বিজেপির সংগঠন ঢেলে সাজতে চাইছেন জগৎপ্রকাশ নাড্ডা- অমিত শাহরা। রাজ্য সভাপতি পদে বদলও অনিবার্য। সেই সঙ্গে নতুন করে রাজ্য কমিটি গঠন করা হবে। এখানেই সূত্রের খবর পাওয়া যাচ্ছে , বিজেপির তরফ থেকে রাহুল সিনহার নাম প্রস্তাব করা হয়েছে রাজ্যসভার সদস্য করার জন্য। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার আসন ফের খালি হবে ২০২৬ সালের ২ এপ্রিল। তখন সুব্রত বক্সী, বিকাশরঞ্জন ভট্টাচার্য, জহর সরকার ও মৌসম নূরের মেয়াদ শেষ হবে।

শোনা যাচ্ছে, রাজ্যসভায় রাহুলকে সিনহাকে রাষ্ট্রপতির মনোনীত সদস্য করা হতে পারে। ঠিক যেমন, একদা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে রাজ্যসভায় মনোনীত সদস্য করা হয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে রাজ্যসভায় বিজেপির দু’জন সাংসদ রয়েছেন। গত বছর অগস্ট মাসে কোচবিহারের নেতা অনন্ত মহারাজ তথা নগেন্দ্র রায়কে রাজ্যসভায় নির্বাচিত করেছিল বিজেপি। আর এ বছর বিজেপি রাজ্যসভায় পাঠিয়েছে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্যকে। এবার এক্ষেত্রে এই সুযোগ পেতে পারেন রাহুল সিনহা৷ তবে এখনও নিশ্চিত কোনও খবর আসেনি৷