যতই ‘ফিকে’ বলুন, ‘পিকে’ কিন্তু জিনিয়াস! প্রশংসায় পঞ্চমুখ বঙ্গ বিজেপি নেতা

স্রোতের ঠিক উল্টোদিকে বয়ে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের প্রশংসায় পঞ্চমুখ হলেন বঙ্গ বিজেপি নেতা

bjp

কলকাতা: আর কয়েক মাস পরেই বাংলায় বিধানসভা নির্বাচন। এখন কার্যত দলবদলের আবহ চলছে গোটা রাজ্য জুড়ে। এই পরিস্থিতিতে কার্যত ব্যাকফুটে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ, একাধিক বিধায়ক এবং নেতা বিজেপিতে যোগদান করেছেন ঘাসফুল ছেড়ে। এই পরিস্থিতিতে এবার হয়তো তৃণমূল কংগ্রেসের পক্ষে ইতিবাচক ঘটনা ঘটল। কারণ, স্রোতের ঠিক উল্টোদিকে বয়ে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের প্রশংসায় পঞ্চমুখ হলেন বঙ্গ বিজেপি নেতা পরেশ চন্দ্র দাস! এই নিয়ে নিজের ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তিনি। 

নিজের ফেসবুক পোস্টে বিজেপি নেতা পরেশ চন্দ্র দাস লিখেছেন, “আগামী বিধানসভার ভোটে, চারটি দল (কং, টি এম, ছি পি এবং নূতন অবতার মিম) বি জে পি র সমস্ত রকম equation কে বদলে দিতে পারে বলে আমার মনে হয়। সাবধানে, at least ৯ টি বড় জেলাকে চিহ্নিত করে এগোনো ছাড়া অন্য কোন পথ খোলা নেই। অবিলম্বে অপদার্থ জেলা সভাপতিদের অন্য পদে সরিয়ে, যোগ্য ব্যক্তিদের জেলায় আনা ছাড়া কি option আছে আমাদের? অধিকাংশ বুথের সংগঠন কেমন? তা কি আমাদের স্মরণ আছে? অভি নেহি তো কভি নেহি’। ঈশ্বর আমাদের সুমতি দিন এ প্রার্থনা করি, কারণ আমরা জানি “prevention is better than cure”. মাননীয় শুভেন্দু অধিকারী যতোই “পি কে”কে ” ফিকে” বলুন না কেন, পি কে কিন্তু little short of a genius!” এই মন্তব্য করে একদিকে যেমন বঙ্গ বিজেপি শিবিরকে সতর্ক করেছেন তিনি, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতাকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন বিজেপি নেতা। এই কারণেই এখন প্রবল জল্পনা শুরু হয়ে গিয়েছে যে, পরেশ চন্দ্র পাল তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন কিনা। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে পূর্ব বর্ধমান কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন পরেশ চন্দ্র দাস। 

আগামীকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বঙ্গ সফর রয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে তিনি বর্তমানে আসবেন। কেন্দ্রীয় এত বড় নেতা আসার আগেই বিজেপি শিবিরের নেতার এই রকম উদ্বেগজনক পোস্ট নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। বিরোধীদের বক্তব্য, বিজেপি যে গোষ্ঠীদ্বন্দ্ব লুকানোর চেষ্টা করছে সেটা এই পোস্ট থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। বিজেপির অন্দরের যে ফাটল তা ক্রমশ প্রকাশ্য। যদিও এই ব্যাপারে বঙ্গ বিজেপি ব্রিগেডের তরফে এখনো কোনো রকম প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে বর্ধমানের বিজেপি নেতার এমন ফেসবুক পোস্টে যে গেরুয়া শিবির রাতারাতি চাপে পড়ে গিয়েছে তা বলাই বাহুল্য। 

আগামী বিধানসভার ভোটে, চারটি দল ( কং, টি এম, ছি পি এবং নূতন অবতার মিম) বি জে পি র সমস্ত রকম equation কে বদলে দিতে পারে…

Posted by Paresh Chandra Das on Thursday, 7 January 2021

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *