ময়নায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি, এলাকায় উত্তেজনা বহাল

ময়নায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি, এলাকায় উত্তেজনা বহাল

কলকাতা: পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতিকে খুন করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বোমাবাজি হয় এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় অভিযোগের তীর শাসকদলের বিরুদ্ধে। এদিকে পরিবারের অভিযোগ, পুলিশ তাদের কথা শোনেনি, এমনকি কী অভিযোগ তারা লিখেছে তাও কেউ জানে না। এই অবস্থায় সিবিআই তদন্তের দাবি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। 

ঘটনার মূল অভিযোগ, ময়না বিধানসভার বাকচা অঞ্চলের বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। এদিকে অন্য এক বিজেপি কর্মীকেও অপহরণ করা হয়েছে বলে দাবি, যার খোঁজ মেলেনি এখনও। খুনের প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতারের দাবিতে  মঙ্গলবার শুভেন্দুর নেতৃত্বে রাজ্য সড়ক অবরোধে বসেছেন বিজেপি কর্মীরা। তবে আজই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হচ্ছে না বলে জানিয়েছেন খোদ বিচারপতি। তাঁর কথায়, আজ কোনও ভাবেই মামলা শোনা যাবে না। গতকালের ঘটনা তাই পুলিশকে একটা রিপোর্ট দেওয়ার সুযোগ দিতে হবে। আগামী কাল এই মামলার শুনানি হতে পারে।