‘খেলা হবে, গুলি চলবে’, প্রকাশ্যে হুমকি বিজেপি নেতার কালোসোনার

‘খেলা হবে, গুলি চলবে’, প্রকাশ্যে হুমকি বিজেপি নেতার কালোসোনার

 

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: বাংলায় খেলা হবে, গুলি চলবে৷ প্রকাশ্যে হুমকি বিজেপির কালোসোনা মণ্ডলের৷ তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে৷ এবার তার থেকেও কয়েকধাপ এগিয়ে প্রকাশ্যে খেলা হওয়ার ও গুলি চলার হুঁশিয়ারি দিলেন বীরভূমের বিজেপি নেতা কালোসোনা মণ্ডল৷  মঙ্গলবার এভাবেই প্রকাশ্যে গুলি চালানোর হুমকি দিলেন কালোসোনা মণ্ডল৷ বললেন, আমি বলছি, গুলি তো চলবেই৷ 

বীরভূম জেলা বিজেপির অন্যতম জনপ্রিয় ‘মুখ’ হিসেবে পরিচিত ছিলেন কালোসোনা মন্ডল। তাঁকে একাধিকবার জেলা বিজেপির বিভিন্ন কর্মসূচিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে। জেলার এই জনপ্রিয় নেতাকে দলবিরোধী কার্যকলাপের জন্য গতবছর বহিষ্কার করেছিল বিজেপি৷ তবে বর্তমানে তাকে ঘরে ফেরানো হয়েছে৷ আর ঘরে ফেরার পরই প্রকাশ্যে এহেন হুমকি দিতে শোনা গেল বিজেপি নেতাকে৷ তবে কালোসোনার এহেন হুমকি বেশ কয়েকটি প্রশ্ন খাড়া করছে৷ বারবার শান্তিপূর্ণ নির্বাচন করার দাবি করছে বিজেপি৷ তাদের কথায় কেন্দ্রীয় বাহিনী এসে এবার তদারকি করবে৷ যার ফলে এবারের ভোটে বাংলায় হিংসা হবে না৷ সেখানে বিজেপির তৃণমূল স্তরের নেতার মুখে এহেন কথা কেন? তাহলে কী শান্তিপূর্ণ ভোট করানোর প্রতিশ্রুতি মিথ্যে? উঠছে প্রশ্ন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =