ক্ষমা চেয়ে জামিন পেলেন বিজেপি নেত্রী

কলকাতা: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে গ্রেফতার হওয়া বিজেপি নেত্রা প্রিয়াঙ্কা শর্মাকে জামিন দিল সুপ্রিম কোর্ট। তবে মুক্তি পাওয়ার পর প্রিয়াঙ্কাকে ক্ষমা চাইতে হবে। বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ বলেছে, অভিযুক্ত রাজনৈতিক দলের সদস্য। এটা নির্বাচনের সময় বলে তার বিরুদ্ধে কোনও ফৌজদারি আইন নিয়ে ভাবা হচ্ছে না। প্রথমে তাঁরা

ক্ষমা চেয়ে জামিন পেলেন বিজেপি নেত্রী

কলকাতা: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে গ্রেফতার হওয়া বিজেপি নেত্রা প্রিয়াঙ্কা শর্মাকে জামিন দিল সুপ্রিম কোর্ট। তবে মুক্তি পাওয়ার পর প্রিয়াঙ্কাকে ক্ষমা চাইতে হবে। বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ বলেছে, অভিযুক্ত রাজনৈতিক দলের সদস্য। এটা নির্বাচনের সময় বলে তার বিরুদ্ধে কোনও ফৌজদারি আইন নিয়ে ভাবা হচ্ছে না।

প্রথমে তাঁরা প্রিয়াঙ্কাকে ক্ষমা চাওয়ার শর্তে জামিনের কথা বললেও পরে সেই শর্ত তুলে নেন। তাঁরা বলেন, বাক স্বাধীনতার মানে অন্যের অধিকার হরণ হতে পারে না। ওই পোস্টে কারও মনে আঘাত লেগেছে। বিজেপি যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কাকে গত ১০ মে স্থানীয় তৃণমূল নেতা বিভাস হাজরার অভিযোগে দাসনগর থানার পুলিশ গ্রেফতার করে। স্থানীয় আদালত তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *