‘রাজনীতিকে টা-টা বলে দেব’, তবে কি সত্যই বড় পদক্ষেপ করতে চলেছেন দিলীপ ঘোষ?

কলকাতা: একে একে সব পদ হারিয়ে তিনি এখন শুধুই গেরুয়া সৈনিক৷ দুরন্ত গতিতে রাজনীতিতে যেমন উত্থান হয়েছিল তাঁর, তেমনই অল্প সময়ের মধ্যেই ‘সর্বহারা’ বিজেপি নেতা…

Dilip Ghosh rebellion

কলকাতা: একে একে সব পদ হারিয়ে তিনি এখন শুধুই গেরুয়া সৈনিক৷ দুরন্ত গতিতে রাজনীতিতে যেমন উত্থান হয়েছিল তাঁর, তেমনই অল্প সময়ের মধ্যেই ‘সর্বহারা’ বিজেপি নেতা দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনে হারিয়েছেন ‘সাংসদ’ তকমাও৷ তাহলে দলে তাঁর ভূমিকা এখন কী? রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্বের তরফে তাঁর হাতে এখনও কোনও দায়িত্ব দেওয়া হয়নি। এরই মধ্যে দিলীপ জানালেন, তিনি রাজনীতি ছাড়তে প্রস্তুত৷ এরই মধ্যে প্রথমসারির এক সংবাদমাধ্যমকে দিলীপ বললেন, ‘‘এভাবে থাকা সম্ভব নয়। আমার জন্য নির্দিষ্ট কাজ না থাকলে রাজনীতিকে টা-টা, বাই-বাই বলে দেব।’’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *