বাবু মাস্টারকে লক্ষ্য করে গুলি-বোমা, আশঙ্কাজনক বিজেপি নেতা!

বাবু মাস্টারকে লক্ষ্য করে গুলি-বোমা, আশঙ্কাজনক বিজেপি নেতা!

হাড়োয়া: বিজেপি নেতা ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি৷ চলল গুলি৷ গুরুতর জখম নেতাকে চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি নার্সিহোমে ভর্তি করা হয়েছে৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো নেতার শরীরের বাঁ দিকে প্রচুর স্পিন্টার বিদ্ধ হয়েছে৷ শরীর থেকে সেই স্পিন্টার বার করা গেলেও আশঙ্কাজনক অবস্থায় চলছে তাঁর চিকিৎসা৷  হয়েছে।

কিছুদিন আগে বাবু মাস্টার বিজেপিতে যোগদান করেছেন৷ তিনি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন। তিনি হাসনাবাদ থেকে নির্বাচিত হয়েছিলেন। এদিন বসিরহাটে একটি সাংগঠনিক বৈঠক সেরে কলকাতায় যাচ্ছিলেন৷ পথে হাড়োয়া থানার কাছে লাউহাটি মোড়ে কলকাতা-বাসন্তী হাইওয়েতে একদল দুষ্কৃতী তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে৷ তিনি রক্তাক্ত হন৷ পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান৷ এলাকায় উত্তেজনা রয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও অধরা দুষ্কৃতীরা৷ অভিযোগ, বাইকে করে ৩-৪ জনরে দুষ্কৃতীদল তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি ছুড়ে চম্পট দেয়৷ গুরুতর জখম হন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ ওই বিজেপি নেতা৷ আহত হন গাড়ির চালক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =