কোকেন সহ শহরে গ্রেফতার বিজেপি নেত্রী!

কোকেন সহ শহরে গ্রেফতার বিজেপি নেত্রী!

 

কলকাতা: ১০০ গ্রাম কোকেন সহ গ্রেফতার বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক এবং হুগলির বিজেপি মহিলা পর্যবেক্ষক পামেলা গোস্বামী। নিউ আলিপুর থানায় পুলিশ গ্রেফতার করে তাঁকে। রাস্তা থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। মাদক সরবরাহের অভিযোগে এক সঙ্গী সহ গ্রেফতার হয়েছেন তিনি।জানা গিয়েছে যখন তাকে গ্রেফতার করা হয় তখন পামেলা গোস্বামীর কাছে কয়েক লক্ষ টাকার কোকেন ছিল। বিজেপির এই নেত্রীর সঙ্গে গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বিজেপির পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

এদিন পামেলার সঙ্গে বিজেপি নেতা প্রবীর গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় তারা একসঙ্গে ড্রাগ সরবরাহ করেন। এক্ষেত্রে পামেলা গোস্বামী এবং প্রবীর দে-র বিরুদ্ধে ড্রাগ সেবন করার অভিযোগও উঠেছে। এই ঘটনার খবর পাওয়ার পর পুলিশ জানতে পারে নিউ আলিপুরের বেশ কয়েকটি এলাকায় তারা নির্দিষ্ট সময় আসে এবং ড্রাগ সরবরাহ করে। সেই প্রেক্ষিতেই এরিন সকাল থেকে নিউ আলিপুর থানার পুলিশ ফাঁদ পেতে রেখেছিল যাতে হাতেনাতে তাদের পাকড়াও করা যায়। জানা গিয়েছে, একটি গাড়ি করে পামেলা গোস্বামী এবং প্রবীর দে রাস্তায় রাস্তায় ঘোরেন এবং বাইকে করে যারা ড্রাগ কিনতে আসেন তাদের বিক্রি করেন। আজ নির্দিষ্ট সময় তারা নিউ আলিপুরে এলে হাতেনাতে তাদের পাকড়াও করে পুলিশ।

আরও জানা গিয়েছে, এদিন যখন পামেলা গোস্বামীকে গ্রেফতার করা হয় তখন তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় এক নিরাপত্তাকর্মী। ঠিক কী কারণে তার সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী ছিলেন তা এখনো স্পষ্ট নয়। পাশাপাশি এও খবর মিলেছে, বিজেপির শীর্ষ নেতাদের একাংশের সঙ্গে পামেলা গোস্বামীর যথেষ্ট ভাল সম্পর্ক রয়েছে। কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছবি রয়েছে তার সঙ্গে যা বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ করে। এই মুহূর্তে পুলিশের লক্ষ্য এইটা জেনে বের করা যে, এরা কাদের কাদের কোকেন সাপ্লাই করতেন এবং শহরের কোথায় কোথায় ঠিক কোন কোন অঞ্চলে কোকেন সাপ্লাই হত। একইসঙ্গে জানা গিয়েছে আগামীকাল এই দুজন ধৃতকে আদালতে তোলা হবে এবং পুলিশ তাদের নিজেদের হেফাজতে চাইবে। পাশাপাশি এও জানা গিয়েছে, অভিযুক্ত পামেলা গোস্বামীর ব্যাগ থেকে যেমন কোকেন মিলেছে, সেইরকমই তার গাড়ির সিটে তলা থেকেও কোকেন বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 16 =