নন্দীগ্রাম: ভোটের আগে নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় বিজেপির দাপুটে নেতাকে গ্রেফতার করল সিআইডি৷ গোপন সূত্রে খবর পেয়ে, সিআইডি দপ্তরের আধিকারিকরা প্রতিবেশী রাজ্য ওড়িশার ভুবনেশ্বর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্ত বিজেপি কর্মী পবিত্র কর। পবিত্র নন্দীগ্রাম ১ বয়ালে গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানও। অভিযুক্তকে বুধবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
২০২১ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ছিল হটস্পট। নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন দুবারের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী হয়েছিলেন একসময় সঙ্গী প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ভোটের আগে বয়ালে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই ঘটনায় এখনোও পর্যন্ত সিআইডি ১০ জনকে গ্রেফতার করেছে৷
১ এপ্রিল নন্দীগ্রাম বিধানসভার ভোট ছিল। গত ২৭ শে মার্চ সকালে ভোট প্রচার করে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্না৷ রক্তাক্ত জখম অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার ফেসিলিটি হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই তৃণমূল কর্মীদের কলকাতায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। জমে মানুষের টানাটানির পর গত ৯ এপ্রিল তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্নার মৃত্যু হয়।
নিহত তৃণমূল কর্মীর স্ত্রী লক্ষ্মীরানি মান্না নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। নন্দীগ্রাম থানা থেকে সেই তদন্তের দায়ভার নেয় সিআইডি। তদন্তে নেমে বেশ কয়েক জনকে গ্রেফতার করেছিল। ঘটনার পর বিজেপি নেতা পবিত্র কর এলাকা ছেড়ে আত্মগোপন করেছিলেন। নন্দীগ্রামে তৃণমূল নেতা খুনের প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েননি নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ আবু তাহের। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী হিংসার রাজনীতি শুরু করেছেন। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। মানুষ খুন করে এতদিন পালিয়ে বেড়াচ্ছিলেন পবিত্র৷” বিজেপি নেতা গ্রেফতার প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি নন্দীগ্রামে বিজেপি নেতা তথা তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয় পাল। তিনি বলেন “হিংসার রাজনীতি করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে৷ পবিত্র কর গ্রেফতার তৃণমূলের হিংসার রাজনীতি ফল৷”