‘যতক্ষণ না তোর এনকাউন্টার হচ্ছে..’, সোশ্যাল মিডিয়ায় হুমকি, পুলিশের দ্বারস্থ অনুপম

‘যতক্ষণ না তোর এনকাউন্টার হচ্ছে..’, সোশ্যাল মিডিয়ায় হুমকি, পুলিশের দ্বারস্থ অনুপম

Threats

কলকাতা: রেশন চুরি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই রাজ্যজুড়ে শোরগোল৷ লাগাতার আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা৷ বালুর গ্রেফতারি নিয়ে এক্স হ্যান্ডেলে ব্যাঙ্গাত্মক পোস্ট করেছিলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। ওই পোস্টে অনুপমকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ৷ জনৈক এক্স হ্যান্ডেল ইউজারের বিরুদ্ধে এ বার পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি নেতা অনুপম। রবিবার দিল্লির একটি থানায় এফআইআর দায়ের করেন বিজেপি নেতা৷

জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পরেই এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বিজেপি নেতা‌ অনুপম হাজরা লিখেছিলেন “তৃণমূলের নেতা-মন্ত্রীরা অ্যারেস্ট না হলে জানতেই পারতাম না যে ওঁরা সকলে এতদিন নিজেদের শারীরিক অসুস্থতা চেপে রেখে জীবনের ঝুঁকি নিয়ে জনগণের সেবা করে চলেছেন।”

এই পোস্টের প্রতিক্রিয়ায় ‘কাবিলা’ নামের এক্স হ্যান্ডেল থেকে পাল্টা লেখা হয়, “যতক্ষণ না তোর encounter হচ্ছে.. আমি বুঝতে পারছি না পশ্চিমবঙ্গ পুলিশ কি খেলনা বন্দুক ব্যবহার করে, না আসল।” এই হুমকি পাওয়ার পরেই রবিবার দিল্লির নর্থ এভিনিউ থানায় অভিযোগ দায়ের করেন অনুপম হাজরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =