‘নিজের মিছিলে নিজেই লোক মারে বিজেপি’, তোপ মমতার

‘নিজের মিছিলে নিজেই লোক মারে বিজেপি’, তোপ মমতার

রানিগঞ্জ:  বিজেপি’র উত্তরকন্যা সফরকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের রূপ নিয়েছিল শিলিগুড়ি৷ পুলিশের সঙ্গে বিজেপির সংঘর্ষে প্রাণ হারান এক দলীয় কর্মী৷ তাঁর মৃত্যুকে কেন্দ্র করেও শুরু হয়ে গিয়েছে রাজনীতির খেলা৷ ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, উলেন রায় নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে শটগানের গুলিতে৷ উলেন রায়ের মৃত্যুর দায় এবার বিজেপি’র ঘাড়ে চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন,  ‘বিজেপি নিজের মিছিলে নিজেই গুলি করে লোক মারে।’ 

আরও পড়ুন- রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে বিজেপি ‘বধে’ মমতা

এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রচারের জন্য শটগান দিয়ে একটা লোককে মেরে ফেলা হল৷ বিজেপি ঝড়ের বেগে কুৎসা করে৷ মিথ্যে কথা বলে৷ লোকও মারে৷ নিজেরা মিছিল করে নিজেরাই লোক মারে৷ আমরা ঝড়ের বেগে অপপ্রচার নয়, উন্নয়ন চাই৷ বিজেপি সবকিছু বিক্রি করতে পারে৷ কিন্তু আন্দোলনকে বিক্রি করা যায় না৷ তিনি বলেন, পুলিশ শটগান ব্যবহারই করেনা৷ অথচ ছরার দিয়ে একটা লোককে মেরে ফেলা হল৷ শুধুমাত্র প্রোপাগান্ডা করার জন্য মানুষ মারা হচ্ছে৷ বিজেপি’র মিথ্যে অপপ্রচার সম্পর্কে আগে যাচাই করে নেওয়ার জন্যও সংবাদমাধ্যমের কাছে আবেদন জানান তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি’র অনেক টাকা আছে৷ অনেক মিডিয়ার উপর তারা প্রভাব খাটায়৷ কিন্তু টাকার প্যাকেট দিয়ে বাংলাকে কেনা যায় না৷ 

আরও পড়ুন- ‘দু’পয়সার সাংবাদিক’ মন্তব্যে অটল মহুয়া! ড্যামেজ কন্ট্রোলে সুব্রত

সোমবার দুপুরে শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে বিজেপি’র উত্তরবঙ্গ অভিযানকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত৷ পুলিশি বাধার মুখে বিজেপি’র যুব মোর্চার কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই শুরু হয় ধস্তাধস্তি৷ ক্রমশ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ বিজেপি’র দাবি, পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস আর লাঠির আঘাতে মৃত্যু হয়েছে ওই কর্মীর৷ এদিন পশ্চিমবঙ্গ পুলিশের তরফেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে, উলেন রায়ের মৃত্যু হয়েছে শটগানের গুলিতে৷ পুলিশ শটগান ব্যবহার করে না৷ পুলিশের তরফে বলা হয়েছে, গতকাল শিলিগুড়ির মিছিলে সশস্ত্র মানুষরা ভিড় জমিয়েছিল৷ তারাই এই গুলি চালিয়েছে৷ কম দূরত্ব থেকে এই গুলি চালানো হয়েছে বলেও জানানো হয়েছে৷ সিআইডি-কে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ অপরাধীদের কড়া শাস্তি দেওয়া হবে বলেও জানানো হয়েছে৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + nineteen =