নয়াদিল্লি: দেশ জুড়ে করোনা অতিমারী, হাহাকার করছে মানুষ। কোথাও হাসপাতালে খালি বেডের জন্য, কোথাও অক্সিজেনের জন্য। সেই চরম মুহূর্তেও পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে দিতে ব্যস্ত ভারতীয় জনতা পার্টি। কখনও শীতলকুচিতে বিশিষ্ট সর্বভারতীয় সাংবাদিকের মৃত্যুর দাবি কখনও খোলামেলা বন্দুক আর তরোয়াল নিয়ে তৃণমূল কর্মীদের ‘খেলা হবে’ গানে ভোট জয়ের উল্লাসের ভুয়ো ভিডিও।
সোশ্যাল মিডিয়ায় একের পর এক ‘ফেক নিউজ’ ছড়িয়ে দিচ্ছে বিজেপির আইটি সেল। এই অভিযোগ তুলে নেট দুনিয়ায় উঠছে প্রতিবাদের ঝড়। বিশিষ্ট সাংবাদিক রোহিনী সিং ট্যুইটারে লিখেছেন, “মহামারীর সময় যখন দেশ অক্সিজেনের জন্য লড়াই করছে, তখন বিজেপি নেতারা নতুন নতুন ভিডিও তৈরি করে ভুয়ো খবর ছড়িয়ে দিতে ব্যস্ত। এটা এখন এতটাই সাধারণ হয়ে গিয়েছে যে আর আশ্চর্য লাগে না।”
অভিযোগ, বঙ্গ নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল আসনে জিতে আসার পর থেকেই শুরু হয়েছে বিজেপির আইটি সেল থেকে বিভিন্ন তৃণমূল বিরোধী রংচঙে খবরের ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া৷ এমনই একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে চড়া রঙিন আলো জ্বালিয়ে হাতে বন্দুক আর তরোয়াল নিয়ে উদ্দাম নৃত্য করছে। পিছনে চলছে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের থিম সং ‘খেলা হবে’। এই ভিডিও ছড়িয়ে দিয়ে ভাজপা দাবি করে, ‘নির্বাচনে জয়ের উল্লাসে মেতেছে তৃণমূল। হাতে বন্দুক আর তরোয়াল নিয়ে করোনা বিধি শিকেয় তুলে নাচ হচ্ছে গাদাগাদি করে।’
কিন্তু খানিক খোঁজখবরের পরেই সামনে আসে আসল সত্যি। পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ের উল্লাস নয়, বরং তার থেকে ঢের আগে ২০২০ সালের সেপ্টেম্বর মাসের কোনও ভিডিও এটি। পিছনে চলছে সম্পূর্ণ অন্য একটি গান। সেই গানের ভাষা শুনলে বুঝতে অসুবিধা হয় না যে ভিডিওটি বাংলার ভিডিও নয়। সোশ্যাল মিডিয়ায় এই ধরণের ভুয়ো খবর ছড়িয়ে দেওয়ায় এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে গর্জে উঠেছে নেটাগরিকদের একাংশ।