পাথরপ্রতিমা: পরশু দিন থেকেই বাংলায় বিধানসভা নির্বাচনের ভোট দান পর্ব শুরু। তার আগে রাজ্যের ভোট উত্তর একেবারে চরমে। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল একে অপরকে আক্রমণ করতে মাঝে মাঝে মেজাজ হারাচ্ছে। একে অপরকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করা হচ্ছে। তবে আজ পাথরপ্রতিমায় জনসভা করতে গিয়ে মেজাজ হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন তাতে হইহই শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করলেন, “তুমি শালা খুনিদের রাজা, খুনিদের জমিদার!”
তবে কী প্রেক্ষিতে এই মন্তব্য? বিজেপি প্রথম থেকেই কাটমানি ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে আসছে। দাবি করা হচ্ছে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের নেতারা সাধারণ মানুষের থেকে টাকা লুট করে। সেই প্রসঙ্গে এই মন্তব্য করতে গিয়ে এদিন মমতা পাথরপ্রতিমার সভা থেকে বললেন, “একটা লোক যদি কারোর থেকে ৫০০ টাকা নেয় তাহলে বলছে তৃণমূল কংগ্রেস চোর। আমি চোর? আমি ডাকাত? আমি খুনি? আমি মানুষকে জীবন দিয়ে ভালোবাসি। আর তুমি শালা খুনিদের রাজা, খুনিদের জমিদার, ডাকাতদের জমিদার। সব টাকা খেয়ে নিয়েছো।” এর পাশাপাশি পিএম কেয়ার ফান্ড, রেল বিক্রির টাকা কোথায় গেল, ব্যাংক বিক্রির টাকা কোথায় গেল, সেই নিয়ে বিজেপিকে প্রশ্ন করেন তিনি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা আওয়াজ তুলতে শুরু করেছে। তাদের মিলিত বক্তব্যের নির্যাস একটাই, যে দলের নেত্রী এই ধরনের ভাষা ব্যবহার করে সেই দলের সংস্কৃতি কোনটা সেটা পরিষ্কার করে বলার দরকার পড়ে না। এরাই আবার বাংলার সংস্কৃতি নিয়ে কথা বলে। মুখ্যমন্ত্রীর যদি এমন ভাষা হয় তাহলে বুঝতে হবে দলের সংস্কার কেমন।
আরও পড়ুন- ‘জাতীয় ফুল পদ্ম, কেউ উপড়াতে পারবে না’, সাফ জানালেন দিব্যেন্দু
এদিন জনসভা থেকে মুখ্যমন্ত্রী আরো বলেন, নরেন্দ্র মোদী সবচেয়ে বড় মিথ্যেবাদী৷ আর অমিত শাহ হোদলকুতকুত নেতা৷ এত বড় মিথ্যেবাদী কোথাও দেখতে পাবেন না৷ আম্পানে ১৯ লক্ষ লোককে উদ্ধার করে তাঁদের প্রাণ রক্ষা করেছে তৃণমূল সরকার৷ আম্পানে সারা রাত জেগে পাহারা দিয়েছি৷ তার পরের দিনই ছুটে এসেছি৷ সাহায্য করেছি৷ বুলবুলের সময় ২০ লক্ষ মানুষের ক্ষতি হয়েছিল৷ সেই সময়ও ৩ লক্ষ বাড়ি করে দেওয়া হয়েছিল৷ ২০০ বছরে আম্পানের মতো বড় ঝড় দেশ দেখেনি৷ ৬ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ১ লক্ষ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে৷ আর নরেন্দ্র মোদী ঢং করে দেখতে এসে বললেন ১ হাজার কোটি টাকা দেওয়া হবে৷ ওটা তো আমাদেরই টাকা৷