পুজোর আগেই বাংলায় ভার্চুয়াল ঘাঁটি শাহ-নাড্ডার! তৈরি নয়া কৌশল

পুজোর আগেই বাংলায় ভার্চুয়াল ঘাঁটি শাহ-নাড্ডার! তৈরি নয়া কৌশল

নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পুজোর আগেই ময়দানে নামছে বঙ্গ বিজেপি৷ আর সেই লক্ষ্যে অক্টোবর থেকে বাংলায় একাধিক ভার্চুয়াল সভা করতে চলেছে গেরুয়া শিবির৷ সভায় অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷

আমফান ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে আগামী ৫ অক্টোবর রাজ্যের সমস্ত বিডিও অফিস ঘেরাও, বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি৷ বেকারত্ব ইস্যুতে বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযানের দিন পরবর্তন করা হয়েছে৷ ৬ অক্টোবরের পরিবর্তে সেই কর্মসূচি আগামী ৮ অক্টোবর করা হয়েছে৷ কিন্তু, কেন এই দিনবদল, তা এখনও জানানো হয়নি৷

অন্যদিকে, আমফান, কাটমানি, কৃষি বিল, রাজনৈতিক হিংসার মতো একাধিক ইস্যুতে দলীয় সাংসদের ঢালাও প্রচারে নামার নির্দেশও দিয়েছে বিজেপি৷ জানা গিয়েছে, বুধবার দিল্লিতে সভাপতি নাড্ডার সঙ্গে বৈঠক করেন বঙ্গ বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতা৷ কৈলাস বিজয়বর্গীয় থেকে অরবিন্দ মেনন, শিবপ্রকাশের মতো বাংলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকেরাও অংশ নেন বলে খবর৷

বৈঠকের বিষয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‘নাড্ডাজি চাইছেন, দলের কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় আরও বেশি সময় দিক৷ সেইমতো পরিকল্পনা তৈরি হচ্ছে৷ আরও বাড়ানো হবে ভার্চুয়াল সভা৷’’  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংবাদমাধ্যমে জানিয়েছেন, আগামী অক্টোবর ও নভেম্বর মাস অমিত শাহ ও জে পি নাড্ডা বাংলায় একাধিক সভা করেন৷ সেই মর্মে চলছে প্রস্তুতি৷ দিল্লি থেকে প্রাক্তন ও বর্তমান সভাপতি বাংলার উপর কড়া নজর রাখবেন বলে গেরুয়া শিবির সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *