৫ অগাস্ট লকডাউন: টিভির উপর ভরসা করে অখুশি নয় বিজেপি

৫ অগাস্ট লকডাউন: টিভির উপর ভরসা করে অখুশি নয় বিজেপি

কলকাতা: রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন অর্থাৎ ৫ অগাস্ট রাজ্য লকডাউন হয়ে একপ্রকার 'শাপে বর হয়েছে' মনে করে রাজ্য বিজেপি। লকডাউনে মানুষ বাড়ি বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ভিত্তি প্রস্থর স্থাপনের অনুষ্ঠান দেখতে পারবে বলে মনে করে বিজেপি। লকডাউন একপ্রকার ছুটি। রাজ্যে সরকারি এবং অধিকাংশ বেসরকারি দফতর বন্ধ। বন্ধ বাজারহাট। কিন্তু, টিভির লাইভ টেলিকাস্ট বন্ধ নয়। কাজের দিন থাকলে মানুষ এই সুবিধা পেতে নাও পারত – মনে করে বিজেপি।

বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটি পুরোপুরি ব্যর্থ অযোগ্য সরকার। এক মাসে লকডাউন ঠিক করতে পাঁচ বার দিন পরিবর্তন করতে হয়। তার মানে এই সরকারের যোগ্যতা কতটা? লকডাউনের দিন নির্ধারণ করতে পারে না। শুধুমাত্র সাম্প্রদায়িক রাজনীতি করতে পারে। ৫ অগাস্ট ভারতবর্ষের ইতিহাসে বিশেষ দিন। দীর্ঘ দিনের রাম মন্দির বিবাদ সমাপ্ত হয়ে ভিত্তি প্রস্তর স্থপনের দিন। যে সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতিদান তাঁকে দিতেই হবে। বাংলার মানুষ এই সাম্প্রদায়িক রাজনীতিকে মেনে নেবে না। আসল সময়ে জবাব দেবে।”

রাহুলের আরও বক্তব্য, “লকডাউন না থাকলে লোকেরা বাইরে বেরোতে। লকডাউন থাকতে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর যে প্রধানমন্ত্রীর হাতে হতে চলেছে, তা ঘরে বসে সকলে টিভি'তে দেখতে পারবে। অর্থাৎ, মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িকতা রামমন্দির থেকে মানুষের নজর ঘোরাতে পারবে না।”
 

সেক্ষেত্রে, ৫ অগাস্ট লকডাউন নিয়ে নীতিগত বিরোধিতা করলেও, আড়ালে অখুশি নয় বিজেপি। মোদির হাতে রামমন্দিরের ভিত্তি প্রস্থর সারা দেশেই বিজেপির বিশাল প্রচারের বন্দোবস্ত হয়েছে। রাজ্য বিজেপি দিকে দিকে প্রচারের ব্যবস্থা করেছিল। কিন্তু, তাতে বাধা রয়েছে। সারা দেশে প্রচারের প্রধান দিক হিসাবে রাম মন্দিরকে তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *