শিক্ষক নিয়োগের দাবিতে নবান্ন অভিযান, ঘেরাও হবে বিকাশ ভবন! ঘোষণা যুব মোর্চার

শিক্ষক নিয়োগের দাবিতে নবান্ন অভিযান, ঘেরাও হবে বিকাশ ভবন! ঘোষণা যুব মোর্চার

কলকাতা: একের পর এক অনিয়ম৷ মেধা তালিকায় চূড়ান্ত  গরমিল৷ শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে একের পর এক দুর্নীতি, অনিয়মের অভিযোগ তুলে প্রায় হাজার দু’য়েক মামলা পড়ে রয়েছে কলকাতা হাইকোর্টে৷ অনিয়ম, মামলার জেরে  দীর্ঘ ৭ বছর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ থমকে৷ প্রাথমিক শিক্ষক নিয়োগে TET-এর আবেদন জমা নেওয়ার পর তিন বছর অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত পরীক্ষা ও শূন্যপদ কত, তা এখনও জানাতে পারেনি রাজ্য সরকার৷ শিক্ষক নিয়োগের চরম অব্যবস্থাকে কেন্দ্র করে চাকরিপ্রার্থীদের মধ্যে তুমুল অসন্তোষকে পুঁজি করে এবার জোরদার আন্দোলনে নামতে চলেছে বিজেপির যুব মোর্চা৷ মহালয়ার  পর ও পুজোর আগে বিকাশ ভবন ও নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে৷

আজ বিজেপির যুব মোর্চার তরফে বৈঠক করা হয়৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শিক্ষক নিয়োগ ও রাজ্যে সরকারি দফতরে সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগের দাবি জানিয়ে আগামী ৬ অক্টোবর নবান্ন অভিযান করবে বিজেপির যুব মোর্চা৷ কর্মসংস্থানকে কেন্দ্র করে নবান্নে অভিযানের ডাক দেওয়া হয়েছে৷ সরকারি দফতরে সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগ, প্রথমিক ও উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবিতে এই ঘেরাও কর্মসূচি করা হচ্ছে বলে জানিয়েছেন যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ৷ আগামী ৬ অক্টোবর হাওড়ায় জমায়েত করে বিজেপির যুব মোর্চার কর্মীরা নবান্ন অভিযান করবেন বলে  সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সৌমিত্র খাঁর অভিযোগ, গত ৯ বছরে রাজ্য সরকার কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ হয়েছে৷ সরকারি দফতরের শূন্যপদে নিয়োগ হচ্ছে না৷ শিক্ষক নিয়োগ হচ্ছে না৷ তাতে চূড়ান্ত সমস্যায় পড়েছেন বাংলায় কয়েক লক্ষ চাকরিপ্রার্থী৷ বাংলায় কর্মসংস্থানে হাল ফেরাতে বিজেপির যুব মোর্চার নবান্নে অভিযান করবে বলে জানিয়েছেন তিনি৷

অন্যদিকে শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে ২৯ সেপ্টেম্বর যুব মোর্চার কর্মীরা বিকাশ ভবন ঘেরাও করবেন বলে জানিয়েছেন যুব মোর্চার সভাপতি৷ প্রথমে বিকাশ ভবন ও পরে নবান্ন অভিযানের পাশাপাশি রাজ্যজুড়ে কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ মিছিল-মিটিং করার লক্ষ্যমাত্রা রয়েছে বিজেপির৷ যদিও এর আগে একাধিকবার নবান্ন অভিযান কর্মসূচি করেছে বিজেপি৷ কিন্তু নবান্ন চত্বরে ঢুকতে দেওয়া হয়নি তাঁদের৷ নবান্নের বহুদূর বিজেপিকে আটকে দিয়েছে পুলিশ৷ ব্যাপক লাঠিচার্জ, জলকামান দাগার মতো অভিযোগ উঠেছে৷ এবার করোনা আবহে কর্মসংস্থান ইস্যুতে বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে নতুন করে তপ্ত হতে শুরু করেছে বাংলার রাজনীতির ময়দান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *