পার্থ, অরূপ, সুব্রত, জাভেদের বিপক্ষে তারকা প্রার্থী দিতে চলেছে বিজেপি

পার্থ, অরূপ, সুব্রত, জাভেদের বিপক্ষে তারকা প্রার্থী দিতে চলেছে বিজেপি

কলকাতা: বিজেপির তারকা-প্রার্থীরা তৈরি। পার্টির অভ্যন্তরে জল্পনা বেশ কিছু উল্লেখযোগ্য সিটে তৃণমূলকে বেগ দিতে তারকা প্রার্থীদের এগিয়ে দিচ্ছে বিজেপি। বেহালা পশ্চিমে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাঁড়াবেন তা নিশ্চিত। কারণ এটি তাঁর জেতা সিট। বিজেপির ভোট বিশ্লেষকদের পর্যবেক্ষণ, ২০১৬ সালে প্রবল তৃণমূল কংগ্রেস হওয়ায় পার্থবাবু মাত্র ৮৮৯৬ ভোটে জিতেছিলেন। ওই জায়গায় কোনও ‘সেলেব’ প্রার্থী পার্থবাবুকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন। সেই জন্য বেহালা পশ্চিমে প্রার্থী হওয়ার ব্যাপারে টলিউডের নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় অনেকটা এগিয়ে রয়েছেন।

অন্যদিকে, তৃণমূলের আরেক হেভিওয়েট নেতা তথা মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর সিট টালিগঞ্জে দাঁড়াবেন। বিজেপি সূত্রে খবর, ওই জায়গায় অরূপের বিপক্ষে দাঁড়াতে পারেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী অঞ্জনা বসু। উল্লেখযোগ্য, এলাকায় প্রবল জনপ্রিয় অরূপবাবু ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মাত্র ৯৮৯৬ ভোটে জিতেছিলেন। যা তার জনপ্রিয়তার সঙ্গে খাপ খায় না।

একই ভাবে বালিগঞ্জেও কোনও তারকা প্রার্থী খাড়া করতে চায় বিজেপি। এই কেন্দ্রে তৃণমূলের আরেক হেভিওয়েট প্রার্থী, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। জিতেছিলেন ১৫২২৫ ভোটে। এই কেন্দ্রে কে দাঁড়াবেন তা এখন নিশ্চিত নয়। তবে, বালিগঞ্জের অভিজাত এলাকায় তারকা প্রার্থী যে থাকছেন সে বিষয়ে আশা করা যেতে পারে।

দক্ষিণ কলকাতার কসবা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হবেন জাভেদ খান। এই কেন্দ্রে তিনি জিতেছেন। এখানেই তিনি লড়বেন আশা করা যায়। এই কেন্দ্রে বিজেপির তারকা প্রার্থী হিসেবে লড়াই করতে পারেন রিমঝিম মিত্র। টেলিভিশনে জনপ্রিয় মুখ রিমঝিম। এই কেন্দ্রে জাভেদ ১১৮৮৪ ভোটে জিতেছিলেন। এই ব্যবধান খুব বেশি নয় বলে মনে করে বিজেপি নেতৃত্ব।

শুধু দক্ষিণ কলকাতা নয়, উত্তর কলকাতার কয়েকটি আসনে তারকা প্রার্থী দিতে চলেছে বিজেপি। দক্ষিণ শহরতলীর সোনারপুর (দক্ষিণ) কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে টলিউডের নায়ক হিরণ চট্টোপাধ্যায়ের। ওই কেন্দ্রে দাপুটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জীবন মুখোপাধ্যায়। জিতেছিলেন ১৫০২৯ ভোটে। এই বার হয়ত তারকা প্রার্থীর চ্যালেঞ্জের মুখোমুখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 6 =