‘৪ পাকিস্তান’ মন্তব্যে ব্যাপক অস্বস্তিতে তৃণমূল, কমিশনে যাবে বিজেপি

‘৪ পাকিস্তান’ মন্তব্যে ব্যাপক অস্বস্তিতে তৃণমূল, কমিশনে যাবে বিজেপি

কলকাতা: ভোট প্রচারে বেরিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তৃণমূল নেতা শেখ আলম। সংখ্যালঘুদের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি দাবি করেছেন চার-চারটে পাকিস্তান তৈরি হবে! তৃণমূল নেতার এই মন্তব্যের জন্য শাসকদল ব্যাপকভাবে অস্বস্তিতে পড়ে গিয়েছে নির্বাচন শুরুর দুদিন আগেই। এই ইস্যু নিয়ে এবার নির্বাচন কমিশনে যেতে চলেছে রাজ্য বিজেপি। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। অন্যদিকে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন, তৃণমূল সরকার আসলে ওই ৩০ শতাংশ মানুষের জন্য।

তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, ৩০ শতাংশ মানুষের জন্য রাজ্যের তৃণমূল সরকার। সেই দলের নেতা চারটে পাকিস্তান তৈরি করার কথা বলছে। এর থেকে বোঝা যায় তাদের আসল মানসিকতা কী। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিজেপি নেতা তথা বিজেপি রাজ্য সহ-সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, চারটে পাকিস্তান তৈরি করা যায় এমন মন্তব্য ভারত ভাগের কথা বলে। সেই কারণে সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন জানানো হচ্ছে যাতে তারা এর বিরোধিতা করেন। এর পাশাপাশি বিজেপি কর্মীদের খুন প্রসঙ্গেও রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির কথা উল্লেখ করেন তিনি। 

আরও পড়ুন- শাহের মঞ্চে উপস্থিত বিজেপি প্রার্থী করোনা আক্রান্ত! সভা চলছেই

তৃণমূল নেতা শেখ আলম বলেন, ভারতের ৩০ শতাংশ মুসলিম একজোট হলে চার চারটে পাকিস্তান তৈরি হবে৷ ফিরে আসতে পারে সূচপুর গণহত্যার স্মৃতি৷  তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমরা সংখ্যালঘুরা ৩০ শতাংশ আর আপনারা ৭০ শতাংশ৷ এই ৭০ শতাংশের লোক নিয়ে ওঁরা ভাবছে দিতে আসবে৷ আমরা ৩০ শতাংশ মুসলাম ইচ্ছা করলে চার চারটি পাকিস্তান করতে পারি৷ তখন কোথায় যাবে এই ৭০ শতাংশ৷’’ তিনি আরও বলেন, ‘‘ তৃণমূল পার্টি অফিসের সামনে যে ভাবে কথা বলা হয়েছিল, আমাদের ছেলেরা ধৈর্য ধরে না থাকলে দ্বিতীয় সূচপুর হতে পারত৷ আমাদের ছেলেদের একবার বললে ৫ মিনিট লাগত না ওই লোকগুলোকে সরিয়ে দিতে৷ কিন্তু আমরা সেটা করিনি৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 5 =