বাংলায় সব জেলা সভাপতিকে গাড়ি দিচ্ছে বিজেপি, পর্যবেক্ষকরাও পাবেন উপহার

কলকাতা: ঘাসফুলের শক্তি মাটি বাংলার বিভিন্ন প্রান্তে পদ্ম ফোটাতে নয়া উদ্যোগ নিল বিজেপি নেতৃত্ব৷ লোসকভা নির্বাচনে বাংলাকে টার্গেট করে এবার জেলা সভাপতিদের গাড়ি উপহার দিতে চলেছেন অমিত শাহ৷ জানা গিয়েছে, সম্প্রতি সাংগঠনিক কাজকর্ম খতিয়ে দেখতে বিজেপি জেলা সভাপতিদের নিয়ে বৈঠক ডেকেছিল৷ ওই সভায় কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এক জেলা সভাপতি বলেন, “মোটর বাইকে ঘুরে ঘুরে

বাংলায় সব জেলা সভাপতিকে গাড়ি দিচ্ছে বিজেপি, পর্যবেক্ষকরাও পাবেন উপহার

কলকাতা: ঘাসফুলের শক্তি মাটি বাংলার বিভিন্ন প্রান্তে পদ্ম ফোটাতে নয়া উদ্যোগ নিল বিজেপি নেতৃত্ব৷ লোসকভা নির্বাচনে বাংলাকে টার্গেট করে এবার জেলা সভাপতিদের গাড়ি উপহার দিতে চলেছেন অমিত শাহ৷

জানা গিয়েছে, সম্প্রতি সাংগঠনিক কাজকর্ম খতিয়ে দেখতে বিজেপি জেলা সভাপতিদের নিয়ে বৈঠক ডেকেছিল৷ ওই সভায় কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এক জেলা সভাপতি বলেন, “মোটর বাইকে ঘুরে ঘুরে কোমর ধরে যাচ্ছে৷ গাড়ি না হলে এ ভাবে ঘুরে ঘুরে সাংগঠনিক কাজ করা সম্ভব হচ্ছে না৷’’

সভায় জেলা সভাপতির বিদ্রোহ ঠেকাতে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বলা হয়, ছোট গাড়ি কেনার জন্য ছ’লাখ টাকা দেবে দল৷ বাকিটা নিজেদের জোগাড় করে নিতে হবে৷ কিন্তু ওই জেলা সভাপতি জানিয়ে দেন বাকি টাকা জোগাড় করা মুশকিল৷ তাঁরা তো আর তোলা তুলতে পারবেন না৷ এরপর কেন্দ্রীয় বিজেপির তরফে বঙ্গ বিজেপি-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, “পুরো টাকা দলই দেবে৷ হাত তুলুন কার কার গাড়ি লাগবে৷” বিজেপি সূত্রে খবর, ২৯৪টি বিধানসভার পর্যবেক্ষক ও ৪২টি লোকসভার পর্যবেক্ষককে মোটর সাইকেল দেবে দল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 15 =