তবে কি ভোটের ফল পুনর্গণনার দিকে এগোচ্ছে রাজ্য? কী জানালেন দিলীপ ঘোষ

তবে কি ভোটের ফল পুনর্গণনার দিকে এগোচ্ছে রাজ্য? কী জানালেন দিলীপ ঘোষ

d9ff89aa667a8c0aa5e52abbd7e631d5

কলকাতা: বিধানসভা নির্বাচনে এক কথায় বিপর্যস্ত গেরুয়া শিবির৷ এই পরাজয়ের পিছনে গণনায় কারচুপির অভিযোগ এনেছে বিজেপি নেতৃত্ব৷ এমনকী পুনর্গণনার দাবিও উঠেছে৷ এদিকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যে নতুন মন্ত্রিসভাও গঠিত হয়ে গিয়েছে৷ এই অবস্থায় কী ভাবে সম্ভব পুনর্গণনা? এই প্রশ্নেরই জবাব দিলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ 

আরও পড়ুন- ২ হাজার ৭০০ সাজাপ্রাপ্ত বন্দিকে জেলমুক্তির সিদ্ধান্ত রাজ্যের!

যদিও এদিন তাঁর মুখে আশার বানী তেমন শোনা গেল না৷ মেদিনীপুরে নিজের লোকসভা কেন্দ্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘নির্বাচনের ফল প্রকাশের ১ ঘণ্টার মধ্যে পুনর্গণনা হতে পারে৷ এর জন্য কিছু আইনি পদক্ষেপও রয়েছে৷ তেমনটাই চিন্তা ভাবনা করা হচ্ছে৷ প্রয়োজনে আদালতে আবেদন করা যেতে পারে৷’’ নীলবাড়ি দখলের লড়াইয়ে সাফল্যের আশায় বুক বেঁধেছিল বিজেপি৷ কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় মাত্র ৭৭টি আসন এসেছে তাদের ঝুলিতে৷ বাংলায় ২০০ আসন পাওয়ার হুঙ্কার দিলেও, দুই সংখ্যার আসনই পাড় করতে পারেনি তারা৷ এমনকী নন্দীগ্রামের হাইভোল্টেজ আসন নিয়েও বিতর্ক দানা বাধে৷ এই কেন্দ্র প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী বলে ঘোষণা করা হয়৷ পরে বলা হয় এই কেন্দ্র জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী৷ একইভাবে ময়না কেন্দ্র পুনর্গণনায় জয়ী হন অশোক দিন্দা৷ এর পরেই পুনর্গণনায় দাবিতে সোচ্চার হয় গেরুয়া শিবির৷ 

ফল ঘোষণার পর দেখা গিয়েছে, ৯০টিরও বেশি কেন্দ্রে তৃণমূলের সঙ্গে বিজেপি’র জয়ের ব্যবধান ১০০০-এ কম৷ এই ফল দেখে তৃণমূলের বিরুদ্ধে গণনায় কারচুপির অভিযোগ আনলেও, পুনর্গণনার সম্ভাবনা যে খুবই ক্ষীণ, তা দিলীপ ঘোষের কথাতেই স্পষ্ট৷ তিনি যে আইনি পথে হাঁটার কথা বলছেন, তাতে কতদূর অগ্রসর হয়েছে দল, সে কথাও বলেননি বিজেপি সভাপতি৷       
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *