কলকাতা: মানিকতলায় বিরিয়ানি খাইয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা৷ অভিযোগ, মানিকতলার ২৮ নম্বর ওয়ার্ডে বিরিয়ানি খাইয়ে ভোটারদের প্রলুব্ধ করার চেষ্টা করছে বিজেপি৷ ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর অভিযোগ, ‘‘মানিকতলার একটি হাসপাতালের ছাদ বিরিয়ানির হাড়িতে ভর্তি৷ আজ পর্যন্ত কোনও হাসপালাত বা নার্সিংহোমে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে এমনটা দেখা বা শোনা যায়নি৷ একটি চ্যারিটেবল ট্রাস্টকে নার্সিংহোম বানিয়ে তার ছাদে গতকাল রাত থেকে শুরু হয়েছে হাড়ি হাড়ি বিরিয়ানি তৈরি৷ ’’
আরও পড়ুন- বিজেপি প্রার্থীর পোশাক ছেঁড়ার অভিযোগ! কমিশনের রিপোর্ট তলব
তৃণমূল প্রার্থী আরও বলেন, ‘‘এখানে বহিরাগত ঢুকেছে৷ পুলিশ এসে যতক্ষণ না তাদের গ্রেফতার করবে ততক্ষণ অবস্থান বিক্ষোভ চলবে৷’’ প্রসঙ্গত, জেএন রায় হাসপাতালের ছাদে ঢালাও বিরিয়ানি রান্না হচ্ছে৷ যে বিরিয়ানি গোটা উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের বিতরণ করা হবে বলেই দাবি৷ তৃণমূলের দাবি, সম্পূর্ণ অনৈতিকভাবে এই কাজ করা হচ্ছে৷ জেএন রায় হাসপাতালের বেশ কিছুদিন ধরেই বিজেপি লোক জোগার করে রেখেছিল৷ গতকাল রাত থেকে শুরু হয় চিকেন বিরিয়ানি ও চিকেন চাপ রান্না৷ তৃণমূলের দাবি, তারা কোনও ভাবেই এই বিরিয়ানি হাসপাতালের বাইরে যেতে দেবে না৷ খাওয়াতে হলে হাসপাতালের কর্মীদের দিতে হবে৷ জানা গিয়েছে, হাসপাতালে ১৫ থেকে ২০ জন রোগী রয়েছে৷ কিন্তু হাসপাতালের ছাদে বিরিয়ানির হাড়ি রয়েছে ৮টা৷ কেন একটি হাসপাতালের ছাদে এত বিরিয়ানি রান্না হচ্ছে তার সদুত্তর দিতে পারেননি কেউই৷
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে ২৬ জন রোগী রয়েছে৷ ১৫০ জন কর্মী৷ কিন্তু এই ২৬ জনরোগীর জন্য ৮ হাড়ি বিরিয়ানি? জবাবে তিনি বলেন, অনেক স্টাফও আছে৷ ভোটের দিনেই বা কেন রোগী ও হাসপাতাল কর্মীদের বিরিয়ানি খাওয়ানোর সিদ্ধান্ত নেওয়া হল কেন? কোনও সদুত্তর নেই৷