বিজেপি শয়তানের দল, খাবারে বিষ মেশাতে পারে! আশঙ্কায় মমতা

বিজেপি শয়তানের দল, খাবারে বিষ মেশাতে পারে! আশঙ্কায় মমতা

দাসপুর: আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলার বিধানসভা নির্বাচনের ভোট পর্ব। প্রথম দফার ৩০ শাসনের পর দ্বিতীয় দফায় আবার ৩০ আসনে নির্বাচন। দ্বিতীয় দফায় রয়েছে দাসপুরে নির্বাচন। সেই প্রেক্ষিতে আজ পশ্চিম মেদিনীপুরের এই বিধানসভা কেন্দ্রে জনসভা করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে জনসভা করে বিজেপিকে একদিকে যেমন শয়তানের দল বলে কটাক্ষ করেন মমতা, ঠিক তেমনই আশঙ্কা প্রকাশ করে বলেন, ভিন রাজ্য থেকে পুলিশ আনছে তারা, খাবারে বিষ মিশিয়ে দেওয়া হতে পারে!

মমতার বক্তব্য, ভিন রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে সতর্ক থাকতে হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের। একই সঙ্গে সাধারণ মানুষকে। কারণ এরা ভোট মেশিন পাহারা দেওয়ার নাম করে ষড়যন্ত্র করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলছেন, তারা যদি ভোট মেশিন পাহারা দেওয়ার কথা বলেন তাহলে যেন কেউ না শুনে এবং তাদের দেওয়া কোন খাবার যেন কেউ না খায়। কারণ ওই খাবারে বিষ বা মাদক মেশানো থাকতে পারে। এই ভাবে ভোট লুট করবে বিজেপি। এর আগে বেশ কয়েকটি জনসভা করে একই রকম মন্তব্য করেছিলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী। এদিন দাসপুরের জনসভা থেকে আবার সেই আশঙ্কার কথাই উল্লেখ করলেন তিনি। 

আরও পড়ুন- কংগ্রেসের আপত্তি উড়িয়ে মমতার হয়ে প্রচারের ব্যাটন ধরতে আসছেন মারাঠা ‘স্ট্রংম্যান’

এর পাশাপাশি বিজেপিকে শয়তানের দল বলে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বিজেপি নারী বিদ্বেষী এবং কৃষক বিদ্বেষী একটা দল। বাইরের রাজ্য থেকে কিছু বহিরাগত গুন্ডা এনে এখানে ভোট লুট করতে চাইছে তারা। টাকা দিয়ে মানুষের কাছ থেকে ভোট কিনতে চাইছে বিজেপি। মমতার কথায়, সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে, কেউ যদি টাকা দিয়ে অথবা গুন্ডামি করে ভোট লুট করতে চায় তাহলে হাতা-খুন্তি নিয়ে তেড়ে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো সংযোজন, বিভিন্ন জায়গায় বহিরাগত গুন্ডাদের এনে ঝামেলা তৈরীর চেষ্টা করছে বিজেপি। কিন্তু কোনও ভাবেই কাদের অশান্তি করতে দেওয়া যাবে না। এর পাশাপাশি বিগত কয়েক বছরে তৃণমূল কংগ্রেস সরকার যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছে তার খতিয়ান ব্যাখ্যা করেন তিনি। আশ্বাস দেন, আগামী দিনে ক্ষমতায় থাকলে আরো উন্নয়ন হবে রাজ্যের সব জায়গায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 7 =