কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হতেই প্রধান বিচারপতির দরবারে BJP

কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হতেই প্রধান বিচারপতির দরবারে BJP

 কলকাতা:  পুরভোটের নির্ঘন্ট প্রকাশ হতেই  প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করল বিজেপি৷ তবে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় এখন নয় আদালতের নিয়ম মেনে ১ টায় মেনসন করুন৷ 

আরও পড়ুন- ১৯ ডিসেম্বর শুধুমাত্র কলকাতায় পুরভোট, বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

বিজেপির আইনজীবীদের বক্তব্য, রাজ্য নির্বাচন কমিশন আদালতে কথা দিয়েছিল আদালতকে না জানিয়ে তারা নির্বাচন নিয়ে কোনও পদক্ষেপ করবে না। আদালতের কাছে নির্বাচন কমিশনের আইনজীবীরা বলেছিলেন, আদালত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান৷ অত্যন্ত সম্মানীয়৷ পাশাপাশি নির্বাচন কমিশনও একটা সাংবিধানিক প্রতিষ্ঠান ও সম্মানীয়৷ ফলে একে অপরের সম্মানহানী হয় এই ধরনের কোনও কাজই তারা করবেন না৷ এই মামলা এখনও বিচারাধীন৷ সেই অর্থে বিচারপর্ব শুরুই হয়নি৷ কী ভাবে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করল? এই বিষয়েই তাঁরা প্রধান বিচারপতির দৃ্ষ্টি আকর্ষণ করেছেন৷ যদিও প্রধান বিচারপতি বলেছেন, এখনই দৃষ্টি আকর্ষণ করার সঠিক সময় নয়৷ দুপুর ১টার পর বিজেপি’র আইনজীবীদের আসার জন্য নির্দেশ দিয়েছেন৷  

এদিকে ১৯ ডিসেম্বরই কলকাতায় পুরভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন৷ আজ থেকেই কার্যকর হচ্ছে নির্বাচন বিধি৷ ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট চেয়ে আবেদন করেছিল রাজ্যের শাসক দল। অন্যদিকে পুরভোট সংক্রান্ত মামলা দায়ের করা হয় কলকাতা হাই কোর্টে। কেন রাজ্যে সমস্ত পুরসভার ভোট একদিনে নেওয়া হবে না, তা নিয়ে মামলা করে বিজেপি। বুধবার সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। ফলত পুরভোটের বিজ্ঞপ্তি সংক্রান্ত ঘোষণা বৃহস্পতিবার হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে এদিনই নির্বাচন কমিশনের তরফে জারি হল বিজ্ঞপ্তি।

এদিকে হাওড়া কর্পোরেশন থেকে বালি পুরসভাকে আলাদা করার জন্য আনা বিলে এখনও স্বাক্ষর করেননি রাজ্যপাল। তাই হাওড়া পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না আজ৷ ১৯ ডিসেম্বর হাওড়ায় পুরভোট হবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েই গেল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + nineteen =