মালদহ: মালদহের মানিকচক পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা। তৃণমূল ও কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের সঙ্গে নিয়ে দলেরই প্রধানের বিরুদ্ধে অনাস্থা বিজেপির একদল পঞ্চায়েতের। তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে দলের প্রধানের বিরুদ্ধে অনাস্থার ঘটনায় চরম অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। তৃণমূলের সঙ্গে হাত মেলানো সঠিক কাজ নয়, প্রয়োজনে দলবিরোধী কাজের অভিযোগে কড়া পদক্ষেপ বলে জানানো হয়েছে বিজেপির তরফে। যদিও বিষয়টি প্রকাশ্যে চলে আসায় এলাকায় ছড়িয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা৷
মালদহের মানিকচক গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৮। ২০১৮ সালের নির্বাচনে এরমধ্যে এককভাবে ১০ টি আসনের জেতে বিজেপি। তৃণমূল পায় ছটি আসন। নির্দল প্রার্থীরা জেতে একটি করে আসনে। পরে প্রধান নির্বাচনে দুপক্ষ সমান হয়ে গেলে লটারির মাধ্যমে প্রধান নির্বাচিত হন বিজেপির বিউটি মণ্ডল। উপপ্রধান হন বিজেপির শংকর মণ্ডল। সোমবার বিজেপির পাঁচ সদস্য, তৃণমূলের দু’জন সদস্য এবং কংগ্রেস ও নির্দলীয় একজন সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের সই করে ব্লক প্রশাসনের কাছে জমা দেয়।
বিজেপির সঙ্গে হাত মিলিয়ে অনাস্থা আনার ঘটনা সমর্থন না করলেও বিজেপি প্রধান উন্নয়নের কাজে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। তিনি বলেন, ‘‘আণরা বিজেপির সঙ্গে হাত মেলাতে কেন৷ বিজেপির প্রধান এলাকার কোনও কাজ করছিলেন না৷ আমরা প্রতিবাদ জানিয়েছিলাম৷ ওরা আমাদের সঙ্গে হাত মিলেয়েছেন৷ এতে আপত্তি কিসের৷’’ অন্যদিকে বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল বলেন, ‘‘অনাস্থার বিষয়টি অজানা। তৃণমূলের সঙ্গে হাত মেলানো উচিত হয়নি। দলের সদস্যদের ডেকে এবিষয়ে জানতে চাওয়া হবে। প্রয়োজনে কড়া পদক্ষেপ নেবে দল।’’ যদিও পঞ্চায়েত হাত ছাড়া হওয়া নিয়ে এলাকায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা৷