আবার সেই ‘৩’, ইতিহাস ফিরল বিজেপির কাছে

আবার সেই ‘৩’, ইতিহাস ফিরল বিজেপির কাছে

কলকাতা: হঠাৎ করেই এই রাজ্যে উত্থান হয়েছে বিজেপির। ২০১৯ লোকসভা ভোটের পর গেরুয়া বাহিনী আশাবাদী ছিল যে বাংলা দখল করতে পারবে তারা। কিন্তু ২০২১ বিধানসভা সেই স্বপ্ন পুরণ করেনি তাদের। উলটে বিশ্রী হার হারতে হয়েছে বিজেপিকে। পরবর্তী ক্ষেত্রে উপনির্বাচন এবং আজ পুরভোটেও হেরেছে গেরুয়ারা। তবে আজ ইতিহাস ফিরে এসেছে বিজেপির কাছে।

২০১০ সালে এই রাজ্যে বিজেপি কলকাতায় তিনটি ওয়ার্ড জিতেছিল। এরপর ২০১৫ সালের ভোটে সাতে উঠেছিল তারা। কিন্তু ২০২১ সালে এসে ফের সেই তিনেই ফিরে গিয়েছে বিজেপি। এত কিছুর মাঝে শুধু ধরে রাখতে পেরেছে ২২ এবং ২৩ নম্বর ওয়ার্ড। হাতছাড়া হয়েছে ৪২ নম্বর। তবে নতুন প্রাপ্তি সজল ঘোষের ৫০ নম্বর ওয়ার্ড। বিজেপি হিসেব ছিল, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর তারা কলকাতার ২২ টি ওয়ার্ডে এগিয়ে ছিল। তবে গত বিধানসভা নির্বাচনেই ২২টি ওয়ার্ড কমে হয়ে যায় ১২। কিন্তু আজকের যা ফল তাতে দেখা গেল, বিজেপির কপালে জুটেছে মাত্র তিন। এর অর্থ, ২০১০ সালের পুনরাবৃত্তি ঘটল তাদের জন্য।

তথ্য যা বলছে তাতে আরও অস্বস্তিতে বিজেপি শিবির। কারণ, বিজেপির প্রায় ২৩-২৪ শতাংশ ভোট কমেছে! তাৎপর্যপূর্ণভাবে, সিপিএমের ভোট বিধানসভার নিরিখে আপাতত বেড়েছে ৮ শতাংশের মত। যা অবশ্যই বামেদের একলা চলো নীতির সাফল্য। হিসেব বলছে, ১৪৪টি আসনের মধ্যে ৬৫টি ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে বামেরা। বিজেপি ৫৪টি ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে। কংগ্রেস দ্বিতীয় হয়েছে ১৫টি ওয়ার্ডে। তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে, ১ থেকে ২১ নম্বর ওয়ার্ড, ২৪ থেকে ৪২ নম্বর ওয়ার্ড, ৪৪ নম্বর ওয়ার্ড। এদিকে, ৪৬ থেকে ৪৯ নম্বর ওয়ার্ড, ৫১ থেকে ৯১ নম্বর ওয়ার্ড, ৯৩ থেকে ১০২ নম্বর ওয়ার্ড, ১০৪ থেকে ১৩৪ নম্বর ওয়ার্ড। আবার ১৩৬ নম্বর ওয়ার্ড। পাশাপাশি, ১৩৮ থেকে ১৪০ নম্বর ওয়ার্ড, ১৪২ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + four =