'শাহি' সভার অনুমতি অবশেষে মিলল, বিজেপির স্বস্তি হাইকোর্টে

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এনে কলকাতার ধর্মতলায় সভার আয়োজন করতে মরিয়া বিজেপি৷ কিন্তু সেই সভার অনুমতি পুলিশের তরফে না মেলায় গেরুয়া শিবির কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালত বিজেপিকে বড় স্বস্তি দিল। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চে এই মামলাটি উঠেছিল। ২৯ নভেম্বর বিজেপির সভার অনুমতি দিতে হবে, এই মর্মে পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
আগামী ডিসেম্বর মাসে কলকাতার ব্রিগেডে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে ২৯ নভেম্বর ধর্মতলা চত্বরে আরও একটি সভা করতে চায় বঙ্গ বিজেপি৷ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাবদ প্রাপ্য টাকা দিল্লি আটকে রেখেছে বলে অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে তৃণমূল৷ তার প্রেক্ষিতেই এই সমাবেশ করতে চায় বিজেপি। কিন্তু পুলিশ আগের অনেক সভার মতো এই সভাতেও অনুমতি দেয়নি। কিন্তু কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, ভারত একটি স্বাধীন দেশ। এভাবে বাধা দেওয়া যায় না। আপাতত লোকসভা ভোটের আগে এই সমাবেশ ঘিরে উন্মাদনা তুঙ্গে বঙ্গ বিজেপির অন্দরে।