ওন্দা: বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বিভিন্ন জায়গায় টাকা বিলি করছে এবং ভোট কেনার চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ নতুন নয়। তবে আজ ওন্দায় জনসভা করে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা বললেন সেটা একেবারেই নতুন ঘোষণা বলা যেতে পারে। মমতা বললেন, ভোটে টাকা বিলি করছে বিজেপি এটা ধরিয়ে দিতে পারলেই মিলবে চাকরি! একইসঙ্গে বিজেপিকে চরম আক্রমণ করেন তিনি।
এদিন মমতার বক্তব্য, “নির্বাচন চললে রাজ্য পুলিশ নাকি ওদের আন্ডারে। আর এই পাঁচটা রাজ্যে নির্বাচন চললে কেন্দ্রীয় পুলিশ কেন কেন্দ্রীয় সরকারের আন্ডারে থাকবে, কেন নির্বাচন কমিশনের আন্ডারে থাকবে না? গভারমেন্ট অফ ইন্ডিয়া লিখিয়ে টাকা বিলি করছে এরা এলাকায় এলাকায় ঢুকে। কেন নাকা চেকিং হচ্ছে না?” এই প্রসঙ্গেই সভায় আগত মা-বোনেদের উদ্দেশ্যে মমতার বার্তা, বিজেপি টাকা বিক্রি করছে এটা জড়িয়ে ধরিয়ে দিতে পারেন তাহলে মিলবে একটা পুরস্কার, সেটা হল একটা চাকরি। রাতের অন্ধকারে, দিনের বেলায় টাকা বিলি করছে তারা। কাউকে টাকা দিলে হাত খরচ হিসাবে সেই টাকা নিয়ে নেবেন কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলবেন, নির্বাচনে বিজেপিকে খরচ করে দেব। এমনই পরামর্শ এ দিন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- বিজেপি শাসিত রাজ্যের পুলিশ মোতায়েনের বিরোধিতা! কমিশনে নালিশ তৃণমূলের
আর বিজেপি যে টাকা সবাইকে দিয়ে ভোট কিনতে চাইছে সেই টাকা কোথাকার টাকা সেটাও ব্যাখ্যা করেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি জানান, এই টাকা নোট বন্দির টাকা, ব্যাংক বিক্রির টাকা, রেল বিক্রির টাকা, পিএম কেয়ার ফান্ডের টাকা, সর্বোপরি জনগণের টাকা। জনগণের টাকা জনগণকে দিয়ে ভোট কিনতে চাইছে বিজেপি দল, তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।