প্রার্থী হওয়ার অভিনব সুযোগ দিচ্ছে বিজেপি! ড্রপ বক্সে জমা দিন তথ্য

কে বলতে পারে আপনিও হয়ে যেতে পারেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির এক প্রার্থী।

কলকাতা: আর কয়েক মাসের অপেক্ষা, তারপরই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। নির্বাচন ঘিরে ইতিমধ্যেই উত্তাপ তুঙ্গে সারা বাংলায়। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্যের খতিয়ানের ব্যাখ্যা, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি শিবিরের রাজ্য সরকারকে কটাক্ষ, পাল্টা অভিযোগ, সব মিলিয়ে উত্তেজনা রাজ্যে। এই পরিস্থিতির মধ্যেই আগামী নির্বাচনের জন্য রাজ্যের সাধারণ মানুষকে প্রার্থী হওয়ার অভিনব সুযোগ দিচ্ছে বিজেপি! রাজ্যের শাসকদলের বিরোধিতা যারা করছেন, মমতার সরকারের বিরুদ্ধে যারা পদক্ষেপ নিতে চান, এমন মানুষদের আকৃষ্ট করতে এই অভিনব পন্থা নিয়েছে গেরুয়া শিবির। বিজেপির প্রার্থী হতে চাইলে নাম, ঠিকানা সব লিখে বিজেপির ড্রপ বক্সে জমা দিয়ে দিতে হবে। কে বলতে পারে আপনিও হয়ে যেতে পারেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির এক প্রার্থী।

জনসংযোগ বাড়াতে এই নতুন পদক্ষেপ নিয়েছে বঙ্গ গেরুয়া ব্রিগেড। পশ্চিমবঙ্গে ২৯৪ টি বিধানসভা আসন রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস কটাক্ষ করেছে যে প্রত্যেক বিধানসভার প্রার্থী দিতে পারবে না বিজেপি। সেই প্রেক্ষিতে বিজেপির এমন পদক্ষেপ অবশ্যই নজর কাড়ছে সকলের। গেরুয়া শিবিরের তরফ থেকে জানানো হয়েছে, কেউ যদি বিজেপির প্রার্থী হতে চান তাহলে তার নাম, ঠিকানা, পরিচয়ের যাবতীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে বিজেপির ড্রপ বক্সে। কলকাতার মুরলীধর সেন লেন অর্থাৎ রাজ্য বিজেপির দফতরে রাখা রয়েছে এই ড্রপ বক্স। সেখানে গিয়েই জমা দিতে হবে আবেদন পত্র, যার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।  যদিও গেরুয়া শিবির জানাচ্ছে, প্রার্থী হতে গেলে সক্রিয় রাজনীতি করতে হবে এমনটা নয়। যে কেউ যে কোন পেশায় থাকুক না কেন, প্রার্থী হওয়ার জন্য আবেদন করা যেতেই পারে। এই বক্স ভরাট হয়ে গেলে তার মধ্যে থেকে উপযুক্ত আবেদনকারীকে বেছে নিয়ে তাদের আবেদন পত্র পাঠানো হবে দিল্লিতে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কে হবেন প্রার্থী। 

বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, বাংলায় পদ্ম শিবিরের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, তাই এই ধরনের পদক্ষেপ জনসংযোগে আরো সাহায্য করবে বলেই ধারণা। যদিও এই ধরনের উদ্যোগ এর আগে লোকসভা নির্বাচনের সময় নিয়েছিল বঙ্গ বিজেপি। এবার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এমন পদক্ষেপ ফের নেওয়া হয়েছে। তবে বিজেপির এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ শুরু করে দিয়েছে বিরোধীরা। তাদের মতে, এইভাবে প্রার্থী খোঁজার মানেই হচ্ছে বিজেপির জনসংযোগ একেবারেই অসফল এবং বাংলার নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো লোকই নেই দলে। যে দল এইভাবে প্রার্থী বাছাই করে, তারা কিভাবে রাজ্য জয়ের স্বপ্ন দেখে সেই প্রশ্ন তুলে ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি শিবিরকে নিশানা করেছে বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + nine =