‘বেসুরো’ বাবুলের মানভঞ্জন! বিশেষ দায়িত্ব পেলেন আসানসোলের সাংসদ

‘বেসুরো’ বাবুলের মানভঞ্জন! বিশেষ দায়িত্ব পেলেন আসানসোলের সাংসদ

9596a145e9b199a032183cd93b2ae2fe

কলকাতা: মন্ত্রিত্ব হারিয়ে একেবারে ‘বেসুরে’ বাজছিলেন বাবুল৷ দলীয় নেতৃত্বকে নিশানা তো বটেই, জল্পনার পারদ চড়িয়ে টুইটারে মুকুল রায় ও তৃণমূল কংগ্রেসকে ফলো করতে শুরু করে দিয়েছিলেন আসানসোলের সাংসদ৷ যা দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তবে কি শিবির বদলাচ্ছেন বাবুল? যা নিয়ে অস্বস্তিতে পড়তে হয় গেরুয়া শিবিরকে৷ এই পরিস্থিতিতে বাবুল সুপ্রিয়র মানভঞ্জনের পথে নামল দল৷ 

আরও পড়ুন- জঙ্গিদের সেফ সেন্টার বাংলা! দিদির বাড়ি আছে তো, চরম কটাক্ষ দিলীপের

সামনেই আসানসোলে পুরসভার নির্বাচন৷ সেই নির্বাচনের কাজেই বাবুলের হাতে দায়িত্ব দিতে চাইছে দল৷ মঙ্গলবারই আসানসোলে বিজেপি’র কার্যকারিণীর বৈঠক বসেছিল৷ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ ওই বৈঠকে তৈরি করা হয় পুরভোটে লড়াইয়ের নীল নকশা৷ প্রচারের জন্য তৈরি হয়েছে ২১ জনের একটি কমিটি৷ সেই কমিটির প্রধান করা হয়েছে আসানসোলের সাংসদকে৷ তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই পুর ভোটের ময়দানে নামতে চাইছে গেরুয়া শিবির৷ আর এই সিদ্ধান্তে বাবুলের মানভঞ্জনও হল, আবার তাঁর অভিজ্ঞতাকেও পুঁজি করা গেল৷ এই দায়িত্ব বাবুলের কাছেও চ্যালেঞ্জের৷ তাঁর বিচক্ষণতা প্রমাণ করে পুরভোটে বিজেপি’কে জয়ী করতে হবে৷ বিধানসভা ভোটে তাঁকে বালিগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছিল৷ কিন্তু সেখানে জয়ী হতে পারেননি বাবুল৷ 

আরও পড়ুন- ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও কম! ব্যাপক স্বস্তি বাংলার কোভিড গ্রাফে

আসানসোল পুরভোটের জন্য যে ২১ জনের টিম তৈরি করা হয়েছে, সেখানেও রয়েছে একটি টুইস্ট৷ এই কমিটিতে রাখা হয়েছে জিতেন্দ্র তিওয়ারিকে৷ যাঁর সঙ্গে বাবুলের সম্পর্ক সকলেরই জানা৷ জিতেন্দ্রকে দলে নেওয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি আপত্তি ছিল তাঁরই৷ জিতেন্দ্র ছাড়াও এই কমিটিতে আছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল,  কুলটির বিধায়ক অজয় পোদ্দার, দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘোড়ুই৷ আছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর শিবরাম বর্মন, বাপ্পা চট্টোপাধ্যায় এবং শ্রীদীপ চক্রবর্তী।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *