রথযাত্রার অনুমতি চেয়ে চিঠি নবান্নে দিল বিজেপি

কলকাতা: অবশেষে বিজেপির রথযাত্রার পুর্নাবেদনের চিঠি গ্রহণ করল নবান্ন। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার নবান্নে যায়। রাজ্যে ৪ টি সভা করার অনুমতি চেয়ে চিঠি দেয় তারা। ২০ ও ২২ জানুয়ারি ১টি করে ও ২১ জানুয়ারি ২টি যাত্রা করতে চেয়ে আবেদন করে গেরুয়া শিবির। রথযাত্রার বদলে যতই সভা করার কর্মসূচি নেওয়া হোক না

f088703084565e64fe914709d6bb2d5f

রথযাত্রার অনুমতি চেয়ে চিঠি নবান্নে দিল বিজেপি

কলকাতা: অবশেষে বিজেপির রথযাত্রার পুর্নাবেদনের চিঠি গ্রহণ করল নবান্ন। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার নবান্নে যায়। রাজ্যে ৪ টি সভা করার অনুমতি চেয়ে চিঠি দেয় তারা। ২০ ও ২২ জানুয়ারি ১টি করে ও ২১ জানুয়ারি ২টি যাত্রা করতে চেয়ে আবেদন করে গেরুয়া শিবির।

রথযাত্রার বদলে যতই সভা করার কর্মসূচি নেওয়া হোক না কেন, বিজেপি যে রাজ্য রথ চালানোর আশা ছাড়ছে না তা এক প্রকার স্পষ্ট। সেই কারণেই ফের রথযাত্রার আবেদন নিয়ে নবান্নে হাজির রাজ্য বিজেপি নেতৃত্ব। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট। কিন্তু আশা ছাড়ছে না গেরুয়া শিবির। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নতুন করে সরকারের কাছে রথযাত্রার আবেদন করতে যায় তারা। কিন্তু বুধবার, সেই আবেদন জমা দিতে পারেননি বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। বৃহস্পতিবার চিঠি গ্রহণ করেছে নবান্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *