৬ মাস আগে থেকেই জারি হোক আদর্শ নির্বাচন বিধি, কমিশনে দাবি বঙ্গ বিজেপির

৬ মাস আগে থেকেই জারি হোক আদর্শ নির্বাচন বিধি, কমিশনে দাবি বঙ্গ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  রাজ্যে বিধানসভা নির্বাচনের ৬ মাস আগেই আদর্শ আচরণ বিধি লাগু করা সহ একাধিক দাবিতে বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল সাংসদ স্বপন দাশগুপ্তের নেতৃত্বাধীন বিজেপির প্রতিনিধিদল৷ দলে ছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, শিশির বাজোরিয়া এবং সব্যসাচী দত্ত৷ নির্বাচন কমিশনে বিজেপির প্রতিনিধি দলের অভিযোগ, রাজ্য আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ বিপর্যস্ত৷  এই পরিস্থিতিতে ৬ মাস আগে আদর্শ আচরণবিধি লাগু না করলে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়৷ 

বিধানসভা নির্বাচনে পুরো প্রক্রিয়ায় যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, সে দাবি তুলে ধরা হয়েছে বিজেপির প্রতিনিধি দলের তরফে৷ বিজেপি নেতা তথা সংসদ স্বপন দাশগুপ্ত বলেন, ‘‘পশ্চিমবঙ্গে যে হিংসার রাজনীতি হচ্ছে, খুনের রাজনীতি হচ্ছে, সেখানে সুস্থ রাজনৈতিক পরিস্থিতি নেই। ভোটের ৬ মাস আগে যদি এই পরিস্থিতি হয়, তাহলে ভোটের সময় কী পরিস্থিতি হবে? সেই জন্যই আমরা দাবি করেছি, ৬ মাস আগেই আদর্শ আচরণ বিধি লাগু করতে হবে৷ এটাই আমাদের প্রথম দাবি৷’’

সাংসদের আরও দাবি, ‘‘আমরা জানিয়েছি, আদর্শ আচরণ বিধি লাগু হলে বিনা রাজনীতিকরণের প্রশাসন চলবে সঠিকভাবে এবং মানুষের মনে, আত্মবিশ্বাস তৈরি হবে৷  মানুষ সুস্থ পরিবেশ পাবে। আমাদের দ্বিতীয় দাবি, মৃত ভোটার বা বাতিল ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হচ্ছে৷ আমরা বলেছি, এই নামগুলি যদি কাটা না হয় তাহলে, এইগুলির মাধ্যমে ভুয়া ভোটার তৈরি হবে৷ তৃতীয়ত, আমরা জানিয়েছি, কোন কোন জায়গায় অস্বাভাবিক ভাবে নতুন ভোটারের সংখ্যা বেড়েই চলেছে৷ আমাদের প্রশ্ন হল, তারা ভারতীয় নাগরিক কিনা সেটা আগে খতিয়ে দেখতে হবে৷’’ 

ডায়মন্ড হারবার যাওয়ার পথে শিরাকোল এলাকায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা  কনভয় হামলার ঘটনা নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় সরব হন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷  তিনি বলেন, ‘‘রাজ্যে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই৷ কয়েকদিন আগে নাড্ডাজি, মুকুলদার গাড়ি যেভাবে হামলার মুখে পড়েছে, যেভাবে ঢিল মেরে ভেঙে দেওয়া হয়েছে, যেন মনে হচ্ছে, আমরা পাকিস্থানে যাচ্ছি৷’’ তিনি আরও বলেন, ‘‘বাংলার মধ্যে থেকে বাংলার মানুষকে আক্রমণ করছে, এখন বাংলা, এটা সেই বাংলা না৷ সেটা নিয়ে আমরা বলতে এসেছিলাম৷ তা সঠিকভাবে খতিয়ে দেখা দরকার আছে৷ তা না হলে আগামী দিনে মানুষ ভোট দিতে বেরোবেই না৷ সব ভুতুড়ে ভোটারদের তালিকা তৈরি আছে৷ সেগুলি খতিয়ে দেখা দরকার৷ আমরা এসব নিয়ে কথা বলেছি এবং আমরা খুব সন্তুষ্ট৷’’ প্রসঙ্গত, গত সপ্তাহে বিজেপির সভাপতির কনভে হামলার ঘটনা নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেছে বিরোধীরা৷ এবার নির্বাচন কমিশনে সেই একই অভিযোগ জানাল বিজেপি প্রতিনিধিদল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *