বঙ্গে নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি', প্রতিবাদে সরব বিজেপি-সিপিএম

কলকাতা: সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ হয়েছে রাজ্যে। এই ছবি প্রদর্শন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই বিতর্ক সৃষ্টি করা এই ছবি বাংলার সরকারের এই সিদ্ধান্তের পর আরও বিতর্কে জড়িয়েছে। প্রত্যাশিতভাবেই এই ছবি ঘিরে রাজনৈতিক তরজা হয়েছে এবং হচ্ছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছবির প্রশংসা করেছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী তা নিষিদ্ধ করায় বিরোধী মহল সোচ্চার হয়েছে।
সিনেমা চলাকালীন রাজ্যে হিংসার ছড়াতে পারে, এমনই আশঙ্কা করে এই ছবি নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি, সিপিএম এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছে। বিজেপি নেতা তথা মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, রাজ্যের সিদ্ধান্তকে তারা ধিক্কার জানাচ্ছেন। তাঁর দাবি, ভোটের স্বার্থে এই সিদ্ধান্ত। শিল্পের উপর চরম আঘাত করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, এই সিদ্ধান্ত ‘নির্লজ্জ তোষণ’ ছাড়া আর কিছু নয়। ‘জেহাদি’দের কাছে আত্মসমর্পণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী, এমনও দাবি তাঁর। এদিকে সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এই সিনেমা নিষিদ্ধ করা একটি স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত। বকলমে আদতে তাকে প্রচার পাইয়ে দেওয়া হল। বিষয় হল, এর আগে তামিলনাড়ুতেও এই ছবিটি নিষিদ্ধ করা হয়েছে।
'কাশ্মীর ফাইলস' নিয়েও বিরাট বিতর্ক হয়েছে। ছবিকে বিজেপির ‘প্রোপাগান্ডা’ হিসাবে ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছিল। এবার সেই একই অভিযোগ উঠেছে 'দ্য কেরালা স্টোরি' নিয়ে। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবি বক্স অফিসে ভালো ব্যবসা শুরু করলেও বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যে ছবির মাধ্যমে সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সেই ছবি তিনি চলতে দেবেন না।