জনসমর্থন আরও কমেছে! একাধিক বিধানসভায় চতুর্থ বিজেপি

জনসমর্থন আরও কমেছে! একাধিক বিধানসভায় চতুর্থ বিজেপি

কলকাতা: মোটামুটি প্রত্যাশিতভাবেই কলকাতা পুরসভা ভোটে ‘ক্লিন সুইপ’ দিয়েছে তৃণমূল কংগ্রেস। সবুজ ঝড় দেখেছে কলকাতা। তবে বিজেপির জন্য আরও অস্বস্তি বেড়েছে কারণ আসন তো বটেই, ভোট শতাংশ কমেছে। অধিকাংশ ওয়ার্ডে তারা লড়াই করেছে শুধু দ্বিতীয় হওয়ার জন্য। তবে চাঞ্চল্যকর ব্যাপার এই যে, কমপক্ষে ৩ টি ওয়ার্ডে চতুর্থ হয়ে গিয়েছে বিজেপি! অর্থাৎ, বিধানসভার তুলনায় আরও কিছুটা পিছিয়েছে তারা।

হিসেব বলছে, চলতি বছরের বিধানসভা নির্বাচনে বিজেপি দ্বিতীয় স্থানে ছিল কলকাতা পুর এলাকার ১৭টির মধ্যে ১৬টি আসনেই। কিন্তু পুরভোটের ফল প্রকাশের পর দেখা গেল তারা পুর এলাকার অন্তর্গত ৩টি বিধানসভা আসনে বিজেপি রয়েছে চতুর্থ স্থানে। তথ্য বলছে, বেলেঘাটা, বালিগঞ্জ এবং মেটিয়াব্রুজ কেন্দ্রে গেরুয়া শিবির চলে গিয়েছে বাম-কংগ্রেসের পরে! ২৮ থেকে ৩০, ৩৩ থেকে ৩৬ এবং ৫৭ নম্বর ওয়ার্ড নিয়ে বেলেঘাটা বিধানসভা। সেখানে বিজেপি চারে। আবার কলকাতা পুরসভার ৬০, ৬১, ৬৪, ৬৫, ৬৮, ৬৯ এবং ৮৫ নম্বর ওয়ার্ড নিয়ে বালিগঞ্জ বিধানসভা। সেখানে দ্বিতীয় হয়েছে কংগ্রেস, তৃতীয় বাম এবং চতুর্থ বিজেপি। অন্যদিকে, ১৩৬ থেকে ১৪১ নম্বর ওয়ার্ড এবং মহেশতলা পুরসভার ১ থেকে ৭, ৯ ও ১০ নম্বর ওয়ার্ড নিয়ে মেটিয়াব্রুজ। সেখানেও চতুর্থ স্থানে শেষ করেছে বিজেপি।

উল্লেখ্য, কলকাতা পুরভোটে জামানাত জব্দ হয়েছে ৭৩১ জন প্রার্থীর৷ সংশ্লিষ্ট ওয়ার্ডে নির্দিষ্ট প্রার্থীকে মোট বৈধ ভোটের এক ষষ্ঠাংশ ভোট পেতে হয়৷  এর কম ভোট পেলে তাঁর জামানত জব্দ হয়ে যায়৷ কলকাতা পুরভোটের ফল প্রকাশের পর দেখা যাচ্ছে মোট ৭৩১ জন প্রার্থীর জামানত জব্দ হয়েছে৷ তাঁরা সকলেই বিরোধী দলের প্রার্থী৷ তৃণমূল কংগ্রেসের কোনও কোনও প্রার্থীর জামানত জব্দ হয়নি৷ ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডে ৯০ শতাংশের বেশি ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =