কলকাতা: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে টাকার স্তূপ৷ উদ্ধার হয়েছে তাল তাল সোনা৷ এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এল রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নাম৷ তিনি নাকি প্রাথমিক শিক্ষক পদে তৃণমূল কর্মীদের চাকরি দিয়েছেন, এমন দাবি করেছেন খোদ দমদমের তৃণমূল কাউন্সিলর। ইতিমধ্যেই সেই ভিডিও হয়েছে ভাইরাল৷ তবে, ভাইরাল ভিডিও-র সতত্যা যাচাই করেনি আজ বিকেল৷ এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য তথা গোটা দেশ, তখন ভাইরাল তৃণমূল কাউন্সিলরের বক্তব্যের ভিডিও৷ যদিও ব্রাত্যর বক্তব্য, ঘোলা জলে পুরনো ভিডিও ভাইরাল করা হয়েছে।
আরও পড়ুন- আদালতের নির্দেশে মিলেছে চাকরি, জোটেনি অঙ্কিতার ফেরত দেওয়া ৪১ মাসের বেতন! ফের হাই কোর্টে ববিতা
বুধবার বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ তুষারকান্তি ঘোষ ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেন, যা এখন ভাইরাল। ওই ভিডিয়োও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুক ঘনিষ্ঠ দক্ষিণ দমদম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু সেন শর্মাকে বলতে শোনা গিয়েছে, “দাদা প্রাইমারিতে আমাদের ছেলেদের চাকরি দিয়েছে এবং আমরা যা বলেছিলাম তার কয়েক গুণ বেশি দিয়েছে।” ওই একই ভিডিয়োতে ব্রাত্য বসুকেও বলতে শোনা যায়, “চাকরি তো তৃণমূলের ছেলেরাই পাবে, কখন পাবে কীভাবে সেটা বলব না।” যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজবিকেল৷
ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়েই এবার মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “ঘোলা জলে পুরনো ভিডিও ভাইরাল করা হয়েছে। যখন নিয়োগের কথা বলছে তখন আমি মন্ত্রীই ছিলাম না।” যদিও তাঁর কোনও যুক্তিই মানতে নারাজ বিজেপি। তাদের দাবি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″ height=”315″ frameborder=”0″>