মনোনয়ন দিতে গিয়েও ফিরলেন গেরুয়া প্রার্থী! শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত বিজেপির

শেষ মুহূর্তে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি

গলসি: প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই গেরুয়া শিবিরে জারি রয়েছে অসন্তোষ। একদিকে যেমন বিভিন্ন কেন্দ্রে টলিউড তারকাদের প্রার্থী হিসেবে দায়িত্ব দিয়ে চমক লাগিয়েছে বিজেপি, অন্যদিকে তেমনই গেরুয়া দলের তরফে ভোটের টিকিট পেয়েছেন একাধিক তৃণমূলত্যাগী নেতাকর্মীও। এমনকি টিকিট না পাওয়ায় দলীয় কর্মীদের অসন্তোষও চাপা থাকেনি। এমতাবস্থায়, ভোটের মুখে ফের প্রার্থী তালিকা নিয়ে নয়া বিতর্কে জড়ালো ভারতীয় জনতা পার্টি।

পূর্ব বর্ধমানের গলসি বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীকে ঘোষণার পরেও দেওয়া হল না ভোটে লড়ার সুযোগ, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সোমবার গলসির গেরুয়া প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন তপন বাগদি। কিন্তু সূত্রের খবর তাঁর মনোনয়ন জমা পড়ার আগেই দলের তরফে ঘোষিত প্রার্থী পদ বাতিল করা হয়। শেষ মুহূর্তে এই বাতিলের সিদ্ধান্তে যথেষ্ট বিতর্ক তৈরি করেছে গেরুয়া শিবিরে। তাছাড়া, দলের অন্দরে মতানৈক্যের বিষয়টিও এসে পড়েছে সামনে।

বিজেপির তরফে জানানো হয়েছে, তপন বাগদির পরিবর্তে গলসি বিধানসভা কেন্দ্র থেকে এবার গেরুয়া টিকিটে লড়াই করবেন বিকাশ বিশ্বাস। কেন শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত বদল? সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সাম্প্রতিক অতীত ঘাটলে কারণ আন্দাজ করতে অসুবিধা হয় না।

গত কয়েকদিন ধরেই গলসি বিধানসভা কেন্দ্রের ঘোষিত বিজেপি প্রার্থী তপন বাগদি অভিযোগ করছিলেন, দলের নেতাদের একাংশ তাঁর মনোনয়ন মেনে নিতে পারছেন না। ফলে তাঁকে প্রার্থী পদ পরিত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। এখানেই শেষ নয়, দিন দুয়েক আগে তাঁর প্রার্থী পদ বাতিল করা হলে তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন বলেও দলীয় নেতৃত্বকে হুমকি দিয়েছিলেন তপন বাগদি। কিন্তু বলা বাহুল্য, তাঁর হুমকি কাজে লাগল না একেবারেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + seventeen =