কলকাতা: পঞ্চায়েত ভোট পরবর্তী রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবারই বাংলায় এসেছে বিজেপির কেন্দ্রীয় দল। গতকাল সাংবাদিক বৈঠক করে তারা প্রথমেই রাজ্যের সরকার এবং নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন। রাজ্যের একাধিক এলাকা ঘুরে দেখার কথাও জানিয়েছেন। এদিকে আজ তারা সাক্ষাৎ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে। এদিন সকালেই রাজভবনে যান এই দলের সদস্যরা। পাশাপাশি বিএসএফের স্পেশাল ডিজি স্তরের এক আধিকারিকও এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গিয়েছে।
বিজেপি সহ অন্যান্য বিরোধীরা যেমন ভোট প্রসঙ্গে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে তুলোধোনা করেছে, ঠিক তেমনই রাজ্যপালও করেছেন দফায় দফায়। এছাড়া রাজভবনে ‘পিস রুম’ খোলা, এলাকা পরিদর্শন, সাধারণ মানুষদের সঙ্গে কথা বলার মতো কাজও তিনি করেছেন ভোট পরিস্থিতির মধ্যে। স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দল এতে খুশি হয়নি এবং তাঁকে বিজেপির দালাল বলেও কটাক্ষ করেছে। এখন এই বিজেপির কেন্দ্রীয় দলের তাঁর সঙ্গে সাক্ষাৎ আগামী দিনে ঠিক কী খবর নিয়ে আসে তা জানার অপেক্ষায় সকলে। কৌতূহল আরও বাড়ছে কারণ, ভোটপর্ব মিটতেই রাজ্যপাল আবার দিল্লি গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে।
উল্লেখ্য, এই তথ্যানুসন্ধান দলের নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। তাঁর সঙ্গে আছেন বিজেপি সাংসদ তথা মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিংহ, বিজেপি সাংসদ রাজদীপ রায়, বিজেপির জাতীয় সহ-সভাপতি তথা সাংসদ রেখা বর্মা। এঁরা প্রত্যেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পঞ্চায়েত ভোটের এই হিংসার জন্য দায়ী করেছেন। তাঁদের বক্তব্য, বাংলার তৃণমূল সরকার গণতন্ত্রের লজ্জা। একই সঙ্গে এও বলা হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের ওপর তাদের ভরসা নেই। মমতার সরকার তাদের ওপর চাপ দিয়ে কাজ করিয়ে নিচ্ছে।