‘তৃণমূল থেকে আসা নেতাদের বিশ্বাস করতে পারছে না BJP’, মুকুল ঝরতেই বিস্ফোরক সুনীল

‘তৃণমূল থেকে আসা নেতাদের বিশ্বাস করতে পারছে না BJP’, মুকুল ঝরতেই বিস্ফোরক সুনীল

কলকাতা: মুকুল রায় বিজেপি ত্যাগের পরেই বিস্ফোরক সুনীল মণ্ডল৷ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বর্ধমান পূর্বের সাংসদ৷ তাঁর কথায়, তৃণমূল থেকে যাঁরা বিজেপি’তে গিয়েছে তাঁদের মানতে পারছে না দল৷ বিজেপি মনে করছে তাঁদের বিশ্বাস করা ঠিক নয়৷ সকলকে আন্তরিক ভাবে গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ তাঁর৷

আরও পড়ুন- কুমারগ্রামকাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ মহিলা কমিশনের, এসপিকে হাজিরার নির্দেশ

প্রসঙ্গত, ভোটের আগে তৃণমূল থেকে বিজেপি’তে যোগ দিয়েছিলেন সুনীল মণ্ডল৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ভেবেছিলাম বিজেপি সাংগঠনিক ভাবে বড় দল৷ কিন্তু তেমন ভাবে পাচ্ছি না৷’’  সুনীলবাবু আরও বলেন, ‘‘যাঁরা দল ছেড়ে বেড়িয়ে গিয়েছে তাঁদের নিয়ে তথাগত রায় যে সকল কথাগুলো বলেছে তা অন্যায়৷ দিলীপ ঘোষও বলেছেন যাঁরা ২০১৯ সালের পর বিজেপি’তে এসেছে তাঁরা আগে বিজেপি হোক৷ এই ধরনের কথা বলাটাও অনুচিত৷ পচা শামুকেও পা কাটে৷ একটা ভোটের অনেক দাম৷ ’’  

বিজেপি নেতৃত্বকে নিশানা করে তিনি বলেন, যাঁরা বাইরে থেকে এসেছিল তাঁরা বাংলার কী বোঝে৷ বিজেপি নেতৃত্ব ভেবেছিল দু-চারদিন বাইকে থেকে এসে বাংলা জয় করবে৷ বাইরে থেকে যাঁরা এসেছিলেন তাঁদের ভাষাগত সমস্যা ছিল৷ শুভেন্দু প্রসঙ্গেও বিস্ফোরক বর্ধমান পূর্বের সাংসদ৷ তিনি বলেন, শুভেন্দু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার এক অক্ষরও মানেনি৷ শুভেন্দুকে নিয়ে একটা কথাও বলতে চাই না৷    

অন্যদিকে সুনীল প্রসঙ্গে ‘‘তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজনৈতিক দিক থেকে সুনীল মণ্ডলের কোনও মানদণ্ড নেই৷ এঁরা ধান্দাবাজ৷ ধান্দার জন্য গিয়েছিল৷ বিজেপি’তে কিছু না পেয়ে ফিরতে চাইছে৷’’ তৃণমূল তাঁকে দলে ফেরার প্রস্তাব প্রসঙ্গে কল্যাণবাবু বলেন, ‘‘তৃণমূল ওঁকে অফার দেবে কেন? উনি কে? ওঁর কোনও দাম নেই৷ উনি লোকসভায় লক্ষাধিক ভোটে হেরে বসে রয়েছে৷ ওঁরা সুবিধাবাদী লোক৷’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 7 =