বাংলায় ৯৯ পেরোবে না বিজেপি! দিবাস্বপ্ন দেখছেন অমিত শাহ, আত্মবিশ্বাসী সৌগত

অমিত শাহরা দিবা স্বপ্ন দেখছেন বলে কটাক্ষ করেন তিনি।

b90d6fd7ed72c5e71b061b7496c69709

 

কাঁথি: বাংলা দখলের কাজে কোমর বেঁধে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টির বঙ্গ শিবির। সদ্য রাজ্য সফর করে গিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির তরফ থেকে আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করা হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জিততে চলেছে তারা। কিন্তু এর মাঝে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর জনসমক্ষে দাবি করেছেন, বাংলায় বিধানসভা নির্বাচনে দুই অঙ্কের সংখ্যা পেরোবে না বিজেপি। সেই কথার পূর্ণ সমর্থন করে এদিন কাঁথিতে জনসভা করে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় দাবি করলেন, ৯৯-তে আটকে যাবে বিজেপি। অমিত শাহরা দিবা স্বপ্ন দেখছেন বলে কটাক্ষ করেন তিনি।

এদিন কাঁথির জনসভায় সৌগত রায় কেন্দ্রীয় সরকারকে একের পর এক আক্রমণ করে বলেন, দেশ এখন চূড়ান্ত অর্থনৈতিক ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছে অন্যদিকে একের পর এক সরকারি সংস্থা, ব্যাংক এবং বিমানবন্দর বেছে দিচ্ছে কেন্দ্র। এদিকে বাংলা দখলেরউদ্দেশ্যে একের পর এক বহিরাগত ঢুকছে পশ্চিমবঙ্গে। সৌগতের কথায়, বাংলার বিজেপি নেতারা একেবারেই ব্যর্থ হয়েছেন, সেই কারণে বাইরের লোক ঢোকাতে হচ্ছে বিজেপিকে। এই প্রসঙ্গে তিনি দাবি করেছেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিবা স্বপ্ন দেখছে, বাংলায় তারা ৯৯ পেরোতে পারবে না আসন্ন বিধানসভা নির্বাচনে। প্রসঙ্গত, এই জনসভায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী প্রসঙ্গেও একাধিক মন্তব্য করেন সৌগত রায়। তিনি মন্তব্য করেন, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছে সুবিধাবাদীরা, তবে কে তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে গেল তাতে দলের কিছু এসে যায় না, এমন মন্তব্য করতে শোনা যায় তৃণমূল কংগ্রেস সাংসদকে।

সভার শুরুতেই সৌগত রায় দাবি করেন, আজ কাঁথিতে সর্ববৃহৎ মিছিল হয়েছে। ‌এর পাশাপাশি উল্লেখ করে দেন, এই জায়গা কোনো নির্দিষ্ট পরিবারের জমিদারি নয়, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। জনসভায় আসা সকলকে মনে করিয়ে দেন, এখন দেশ সবচেয়ে বড় সংকটের মধ্যে দিয়ে চলছে। অর্থনৈতিক সঙ্কট যেমন রয়েছে, ঠিক তেমনি রয়েছে অপরিকল্পিত লকডাউন কার্যকর করার ফলে সাধারণ মানুষের সঙ্কট। এর পাশাপাশি করোনাভাইরাস ভ্যাকসিন কবে বেরোবে সেই প্রসঙ্গ টেনে এনে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তুলোধনা করেন সৌগত রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *