বিজেপির ‘গোষ্ঠীদ্বন্দ্বের প্রমাণ’ দেখিয়ে ফেসবুক পোস্ট! যুবককে হুমকির অভিযোগ

বিজেপির ‘গোষ্ঠীদ্বন্দ্বের প্রমাণ’ দেখিয়ে ফেসবুক পোস্ট! যুবককে হুমকির অভিযোগ

2b2ff4ed0ae7d9b99e5a2db8cefd14d8

বহরমপুর: বাংলায় যে বিজেপির সংগঠন এতোটুকু নেই সেই দাবি অনেক আগে থেকেই করে আসছে তৃণমূল কংগ্রেস। এমনকি তারা এও দাবি করেছে যে জায়গায় জায়গায় বিজেপি নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। সেই প্রেক্ষিতে বিভিন্ন অশান্তি সৃষ্টি হলে তারা তৃণমূল কংগ্রেসের দিকে আঙ্গুল তোলে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেটিকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে একজন যুবক ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন, অভিযোগ তার প্রেক্ষিতে বহরমপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী কাঞ্চন মৈত্র অশ্লীল ভাষায় তাকে গালাগালি করেছেন এবং হুমকি পর্যন্ত দিয়েছেন।

ফেসবুকে ভিডিও পোস্ট করে ওই যুবক লিখেছেন, ”পশ্চিমবঙ্গের মানুষ এবং বহরমপুর মানুষের কাছে অনুরোধ এই ভিডিওটা ভাল করে দেখেন বিজেপির  নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। এরাই নাকি পশ্চিমবঙ্গ এবং বহরমপুরে উন্নয়ন করবে বলে মানুষকে ভাওতা বাজি দিয়ে প্রলোভন দেখাচ্ছে। যারা নিজেদের দলের হতে পারেনি তারা মানুষের জন্য কি করে কাজ করতে পারে? তাই আমার একান্ত অনুরোধ একটাও ভোট বিজেপি কে নয় বিজেপি পশ্চিমবঙ্গ এবং বহরমপুরে এলে আমাদের মারাত্মক ও ভয়াবহ দিন দেখতে  হবে। বিজেপি শুধু দাঙ্গা, ফাসাদ, দ্বন্দ্ব, হিন্দু-মুসলিমের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করছে সকলকে অনুরোধ বিজেপির ফাঁদে পা দেবেন না।আর যেসব রাজ্যে বিজেপি ফাঁদে পা দিয়েছে তারা আজ বিপদে।”

যে ভিডিওটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে এক মহিলা দলের অন্দরের ক্ষোভ নিয়ে প্রকাশ্যে বক্তব্য রাখছেন। তিনি বলছেন নতুন যারা বিজেপিতে যোগদান করেছেন তাদের মন্ডল সভাপতি করে দেওয়া হচ্ছে। তিনি আজ পর্যন্ত বিজেপির পতাকা হাতে ধরে নিয়ে তাকে মন্ডল সভাপতি করা হয়েছে। একই সঙ্গে অনেকেই রয়েছেন যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সব মিলিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের একটি চিত্র ফুটে উঠেছে এই ভিডিওর মারফত। এই প্রেক্ষিতেই ওই ব্যক্তি দাবি করছেন যে তাকে অশ্লীল ভাষায় গালাগালি দেওয়া হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে যে বাড়িতে এসে তাকে জব্দ করা হবে। সব মিলিয়ে এই ঘটনা বিজেপিকে আরো অস্বস্তিতে ফেলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *