কেতুগ্রাম: সকাল থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে। সকাল গড়িয়ে দুপুর হবার সঙ্গে সঙ্গে অশান্তির ঘটনার হার ক্রমে বাড়ছে। এবার বিজেপি প্রার্থীকে বুথে আটকে রাখার মতো ঘটনা ঘটলো কেতুগ্রামে! এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কর্মীকে। তার বিরুদ্ধেই বিজেপি প্রার্থীকে বুথে আটকে রাখার অভিযোগ রয়েছে ভারতীয় জনতা পার্টি শিবিরের।
জানা গিয়েছে, কেতুগ্রামের খাসপুরে বিজেপি প্রার্থীকে বুথে আটকে রাখার অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থী মথুরা ঘোষকে বুথে আটকে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী গিয়ে উদ্ধার করে ঐ বিজেপির প্রার্থীকে, পরে গ্রেফতার করা হয় অভিযুক্ত তৃণমূল কর্মীকে। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য এলাকায়। এদিকে, দুপুর ১টা পর্যন্ত ৪ জেলায় ভোটদানের হার – ৫৭.৩০ শতাংশ।নদিয়ায় ৫৯.০১ শতাংশ, উত্তর দিনাজপুরে ৬০.৪৫ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৫১.৯৬ শতাংশ, পূর্ব বর্ধমানে ৬২.৭২ শতাংশ ভোট পড়েছে।