ডায়মন্ড হারবার: কাজ করছে না কেন্দ্রীয় বাহিনী! না এবার এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে তোলা হয়নি। এবার এই অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার। তাঁর দাবি, বিজেপির এজেন্টকে বাধা দেওয়া হচ্ছে, এদিকে অভিযোগ করার পরেও কেন্দ্রীয় বাহিনী কোনরকম পদক্ষেপ করছে না।
দীপক হালদার জানাচ্ছেন, যেসব এলাকায় কোনরকম সমস্যা নেই সেইসব এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ ঘোরাঘুরি করছে। কিন্তু যেসব জায়গায় সমস্যার রয়েছে সেখানে কাউকে দেখা যাচ্ছে না। কোন জায়গায় কেন্দ্রীয় বাহিনী নেই, তাদেরকে অভিযোগ জানালেও কোন রকম পদক্ষেপ নিচ্ছে না তারা। এই ঘটনা নিয়ে রাজ্য পুলিশের আধিকারিকের সঙ্গে কার্যত তর্কাতর্কি হয় বিজেপি প্রার্থী দীপক হালদারের। যদিও বিজেপি প্রার্থী অভিযোগ জানাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের ভোটার ছাড়া বাকি ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, তাদের ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস।
যদিও সেই আধিকারিক স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করছে কেন্দ্রীয় বাহিনী, তাই এই বিষয়ে আলাদা করে কিছু করার নেই। বিভিন্ন বুথে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে সকাল থেকেই, সেখানে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করছে তারা।