লকেটকে ‘ডাকাত’ সম্বোধন, পাল্টা ‘চোর’ বলে ডাক তৃণমূল বিধায়ক অসীমাকে

ধনিয়াখালি: ভোট পঞ্চমীতে উত্তেজনা হুগলিতে৷ ধনিয়াখালিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে উঠল ‘গো ব্যাক’ স্লোগান৷ ৫ বছর আগে ২০১৯-এর লোকসভা ভোটে এই বুথেই লকেটের বিরুদ্ধে…

ধনিয়াখালি: ভোট পঞ্চমীতে উত্তেজনা হুগলিতে৷ ধনিয়াখালিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে উঠল ‘গো ব্যাক’ স্লোগান৷ ৫ বছর আগে ২০১৯-এর লোকসভা ভোটে এই বুথেই লকেটের বিরুদ্ধে ইভিএম ভাঙার অভিযোগ উঠেছিল। সোমবার তিনি ওই বুথে পা রাখতেই ফের উত্তেজনা ছড়ায়। ওই বুথের সামনেই আবা  তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের বাড়ি৷ লকেটকে দেখে তিনিও পৌঁছন সেখানে। শুরু হয় দুই দলের তরজা৷ এরই মাঝে  লকেটকে ‘ডাকাত’ বলে হাঁক দেন অসীমা। পাল্টা ‘চোর’ বলে অসীমাকে আক্রমণ শানান বিজেপি’র লকেট।

 

অসীমা বলেন, “ওঁরা তো ডাকাত। এখানে এসে নাটক করছেন কেন? ভালভাবে ভোট হচ্ছে দেখে এসেছেন ঝামেলা করতে। এতদিনে একবারও আসেননি।” পাল্টা চোর বলে সুর চড়ান লকেট৷  এদিকে, তৃণমূল এবং বিজেপির ‘সম্মুখ সমর’ থামাতে হুইস্‌ল বাজালেন পুলিশকর্মীরা। যদিও তাতে কেউই থামবার পাত্র নয়।  লকেটের অভিযোগ, তৃণমূল ভোট লুট করতে চাইছে। কটাক্ষের সুরে বলেন, ‘‘সবাই লাইনে ছিল। আমি ধনিয়াখালিতে পা দিতেই সব চলে এসেছে।’’ এর পর ফের গলা ছেড়ে হাঁক দেন, ‘অসীমা চোর-অসীমা চোর’ বলে। জবাব আসে- ‘ডাকাত-ডাকাত, লকেট ডাকাত!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *