‘পুলিশে’র গাড়ির ধাক্কায় জখম বিজেপি প্রার্থী, ব্যবস্থা নিচ্ছে কমিশন

বনগাঁ: প্রচারে বেরিয়ে গাড়ি দুর্ঘটনায় প্রাণ রক্ষা হলেও মাথায় গভীর আঘাত পেলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর৷ আজ সকালে কল্যাণী যাওয়ার পথে পুলিশের স্টিকার লাগানো গাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে বিজেপি প্রার্থীর গাড়ি৷ গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন বিজেপি প্রার্থী সহ তিন বিজেপি কর্মী৷ পরে, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়৷ মাথায় গভীর

b2cd666475c83a222607612907d59e4c

‘পুলিশে’র গাড়ির ধাক্কায় জখম বিজেপি প্রার্থী, ব্যবস্থা নিচ্ছে কমিশন

বনগাঁ: প্রচারে বেরিয়ে গাড়ি দুর্ঘটনায় প্রাণ রক্ষা হলেও মাথায় গভীর আঘাত পেলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর৷ আজ সকালে কল্যাণী যাওয়ার পথে পুলিশের স্টিকার লাগানো গাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে বিজেপি প্রার্থীর গাড়ি৷ গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন বিজেপি প্রার্থী সহ তিন বিজেপি কর্মী৷ পরে, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়৷ মাথায় গভীর আঘাত নিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি৷ কী কারণে এই দুর্ঘটনা? রাস্তায় কেন দাঁড়িয়ে ছিল পুলিশের স্টিকার লাগানো গাড়ি? বিজেপি প্রার্থীর গাড়িতে ধাক্কা মারার কারণ কী? গোটা বিষয়টি জানতে স্থানীয় প্রশানের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন৷ অবিলম্বে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

বিজেপির তরফে জানানো হয়েছে, শনিবার ভোটের প্রচারের জন্য কল্যাণীতে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী শান্তুনু ঠাকুর৷ সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়ে প্রাচারের গাড়ি৷ ওই গাড়িতেই ছিলেন শান্তনু৷ গাইঘাটা থানার হাঁসপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের স্টিকার লাগানো একটি গাড়িতে ধাক্কা লাগার জেরে ঘটে দুর্ঘটনা৷ তবে, ওই গাড়িটি কেন রাস্তায় দাঁড়িয়ে ছিল, কেনই বা দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারল প্রার্থীর গাড়ি, তা এখনও জানা সম্ভব হয়নি৷ শনিবার দুপুরের এই দুর্ঘটনার কারণ নিয়ে বিজেপি কর্মীদের অন্দরে শুরু হয়েছে নানান জল্পনা৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

এদিনের এই ঘটনার পর পুলিশের স্টিকার লাগানো গাড়িটি ভাঙচুর করা হয়৷ করা হয় পথ অবরোধ৷ নগরউখরা রোড অবরোধ করে রাখেন বিজেপি কর্মীরা৷ বিজেপি নেতাকর্মীদের অভিযোগ, ভোটের দু’দিন আগে ইচ্ছাকৃত ভাবে প্রার্থীকে জখম করা হয়েছে৷ যাতে শেষ মুহূর্তের ভোটের প্রচার না করতে পারেন বিজেপি প্রার্থী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *