রানিনগরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, ভোটে বাধা, নীরব দর্শক পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

রানিনগরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, ভোটে বাধা, নীরব দর্শক পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

রানিনগর:  রানিনগরে ভোটারদের বুথে যেতে বাধা৷ অস্ত্র হাতে ভয় দেখানোর অভিযোগ৷ পাশাপাশি বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ, হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ 

আরও পড়ুন- ‘আমার এজেন্ট কিনে ভোটে জিততে পারবে না’, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ফিরহাদ

অভিযোগ, লোহার রড দিয়ে বিজেপি প্রার্থীর গাড়ির উপর আক্রমণ করা হয়৷ এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে৷ রানিনগরের সেনপাড়া এলাকায় ১৭৬ নম্বর বুথে বিজেপি’র এজেন্টকে মারধর করা হয় বলে অভিযোগ৷ সেই খবর পেয়ে বিজেপি প্রার্থী   মাসোয়ারা খাতুন যখন এখানে পৌঁছন তখন তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা তাঁর গাড়ির উপর হামলা চালায়৷ গাড়ির বেশ কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছে৷ প্রার্থীর সামনেই বিজেপি এজেন্টকেও মারধর করা হয়৷ হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে৷ দীর্ঘক্ষণ গাড়িতে আটকে থাকেন বিজেপি প্রার্থী৷ এই বিষয়ে তিনি পুলিশকে জানান৷ কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে৷ ঘটনাস্থল থেকে ঠিল ছোড়া দূরত্বেই পুলিশের বিশাল বাহিনী টহল দিচ্ছিল৷ কেন্দ্রীয় বাহিনীও ছিল৷ তা সত্বেও কেন তারা এগিয়ে এল না? এর কোনও সদুত্তর মেলেনি৷ উল্টে তারা জানায়স এবিষয়ে তাদের কাছে কোনও খবর নেই৷ ভোট দিতে পারছেন না বলে অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি সমর্থকরাও৷  পরে অবশ্য পুলিশ গিয়ে ওই বিজেপি প্রার্থীরে উদ্ধার করেন৷ 
 

বিজেপি প্রার্থী বলেন, ওদের দেখেই আমার গাড়ির চালক গাড়ি ঘুরিয়ে নেন৷ কিন্তু আমাকে ওরা অশ্লীল ভাষায় গালাগালাজ করে৷ ওরা আমাদেরে আমার বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকিও দেয়৷ আমার এজেন্টকে মারা হয়েছে৷ তাঁর হাতে চোট লেগেছে৷ ওদের হাতে হকি স্টিক, বড় লাঠি, রড, তলোরায় ও ব্যাগে বোমা ছিল৷ এক ঘণ্টা গাড়ির ভিরতে বন্ধ আছি৷ তবুও প্রশাসনের হেলদোল নেই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =