তৃণমূল, পুলিশের সঙ্গে ‘ম্যাচ ফিক্স’ করেছে কেন্দ্রীয় বাহিনী! বিস্ফোরক অভিযোগ হিরণের

তমলুক: ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূলের অভিযোগের অন্ত নেই৷ কিন্তু, এবার উলট পুরাণ৷ শনিবার ষষ্ঠ দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মুখ খুললেন ঘাটালের বিজেপি প্রার্থী…

তমলুক: ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূলের অভিযোগের অন্ত নেই৷ কিন্তু, এবার উলট পুরাণ৷ শনিবার ষষ্ঠ দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মুখ খুললেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। মারাত্মক অভিযোগ এনে তিনি বলেন, সারারাত ধরে ঘুমিয়েছে কেন্দ্রীয় বাহিনী, সকাল থেকে কোথাও দেখা মিলছিল না৷ পরে কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করে ‘ম্যাচ ফিক্সিং’-এর অভিযোগ তোলেন ঘাটালের পদ্ম প্রার্থী।

সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন ঘাটালের বিজেপি প্রার্থী। হিরণের দাবি, কেন্দ্রীয় বাহিনী এখানে নিষ্ক্রিয় হয়ে রয়েছে। তৃণমূল, রাজ্য পুলিশ এবং বাহিনীর মধ্যে ‘ম্যাচ ফিক্সিং’ হয়ে গিয়েছে! কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলেও সংবাদমাধ্যমে দাবি হিরণের। তাঁর  কথায়, ‘‘ম্যাচ ফিক্সিং হয়ে গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের হাতে বিক্রি হয়ে গিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *