খড়দায় ধুন্ধুমার, হাতেনাতে জাল ভোটার ধরলেন বিজেপি প্রার্থী

খড়দায় ধুন্ধুমার, হাতেনাতে জাল ভোটার ধরলেন বিজেপি প্রার্থী

খড়দা: খড়দায় জাল ভোটার ধরলেন বিজেপি প্রার্থী৷ খড়দা বিধানসভা এলাকার মুরাগাছায় শশীভূষণ জুনিয়র হাইস্কুলে ভুয়ো নথি নিয়ে জাল ভোটার ভোট দিতে আসেন বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী৷ ওই ভুয়ো ভোটার বাকি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন বলেও তাঁর দাবি৷ তাঁকে হাতে নাতে ধরেন বিজেপি প্রার্থী৷ 

আরও পড়ুন- খড়দহ আক্রান্ত তন্ময়! মাথা ফাটল প্রাক্তন বিধায়কের

এদিকে ধরা পরার পরেই ওই ব্যক্তির বক্তব্য, ভুল হচ্ছে৷ তিনি জাল ভোটার নন৷ অন্যদিকে, বিজেপি প্রার্থীর দাবি ওই ব্যক্তির সঙ্গে থাকা আরও দু’জন মিডিয়াকে দেখে দৌড়ে পালিয়ে গিয়েছে৷ তাঁর চুরি ধরতে এখানে মিডিয়া এসেছে৷ এই ঘটনায় রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়৷  তলে উত্তপ্ত বাক্য বহিনিময়৷ তিনি বুথে কী করছেন তা জানতে চান বিজেপি প্রার্থী৷  ভুয়ো ভোটারকে চারদিক দিয়ে ঘিরে ফেলে সংবাদমাধ্যম৷ ভোটার তালিকা হাতে নিয়ে গলা উঁচিয়ে বিজেপি প্রার্থী বলেন, এটা কি ভোট হচ্ছে? এই ভাবে কি ভোট হয়? মানুষ এইভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে? তবে ওই ব্যক্তি বলেন, আমি কোনও ভোট দিইনি৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − nine =