‘বাংলা থেকে দিদিকে সরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ’, কবুল বাবুলের

‘বাংলা থেকে দিদিকে সরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ’, কবুল বাবুলের

টালিগঞ্জ: শনিবার সকাল সকাল টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে হারানোর বার্তা দিয়ে বিশেষ দিনের সূচনা করলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। সর্বভারতীয় সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পশ্চিমবঙ্গ থেকে মুছে দেওয়ার বার্তা দিলেন তিনি। বললেন, “পশ্চিমবঙ্গ থেকে মমতা দিদিকে অপসারণ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

শনিবার রাজ্য জুড়ে শুরু হয়েছে চতুর্থ দফার ভোট। ভোটদান চলছে কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার ৪৪টি বিধানসভা কেন্দ্রে। সকাল থেকেই বিভিন্ন ঘটনায় উত্তপ্ত ৫ জেলার বিভিন্ন কেন্দ্র। হিংসার ঘটনা উঠে আসছে গ্রামগঞ্জ থেকে শুরু করে খাস কলকাতা থেকেও। এদিন দক্ষিণ ২৪ পরগনার অন্যতম হেভিওয়েট আসন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রেও নির্বাচন। সেখানে ত্রিমুখী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ বিশ্বাস, বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় এবং সিপিআইএম-এর একমাত্র তারকা প্রার্থী দেবদূত ঘোষ।

এদিন সকাল সকাল পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কার্যত মুছে দেওয়ার কথা জানালেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি জানান, “মমতা দিদি এবং তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস মমতা দিদির সমস্ত কাজের ডানহাত। তাই এখানে সন্ত্রাসের পরিবেশ বদলে দেওয়াটাই আসল চ্যালেঞ্জ।” শনিবার সকালে সর্বভারতীয় সংবাদসংস্থা এএনআই-কে দেওয়ার সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বিজেপি প্রার্থী বাবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 16 =